ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নজরদারির প্রতিবাদে নিউইয়র্কে ৩ ফেব্রুয়ারি বিক্ষোভ

কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, ফেব্রুয়ারি ২, ২০১২

নিউইয়র্ক: মুসলিম-আমেরিকানদের ওপর গোপনে নজরদারি এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি   নিউইয়র্কে বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

শুধু তাই নয়- চলচ্চিত্র তৈরী করে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে নবাগতদের তা প্রদর্শনের মাধ্যমে মুসলিম-আমেরিকানদের সম্পর্কে বিরুপ ধারণা তৈরীর জন্য নিউইয়র্ক পুলিশ কমিশনার রেমন্ড কেলি এবং পুলিশ ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র পোল ব্রাউনের পদত্যাগ দাবিতে ৩ ফেব্রুয়ারি বিক্ষোভ-সমাবেশ হবে।



এদিন বিকাল ৩টা থেকে এ সমাবেশ শুরু হবে পুলিশ কমিশনার অফিসের সামনে ফোলি স্কোয়ার পার্কে। মেট্র নিউইয়র্ক মজলিস আসসুরাহ এবং স্বেচ্ছাসেবী সংগঠন Ôড্রাম’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এ বিক্ষোভ-সমাবেশে নতুন প্রজন্মের উপস্থিতি ব্যাপকভাবে ঘটানোর প্রস্তুতিও চলছে।  

আয়োজকদের অন্যতম ড্রাম (দেশিজ রাইজিং আপ মুভিং) এর নির্বাহী পরিচালক মোনামি মলিক জানিয়েছেন, ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা-ইকনা, মুসলিম আমেরিকান সোসাইটি, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স-কেয়ার, ইসলামিক সোসাইটি অব নর্থ আমেরিকা-ইসনাসহ বিভিন্ন  সংগঠনের কর্মকর্তারা বক্তব্য রাখবেন।

নির্বাচিত জনপ্রতিনিধিদেরও এ সমাবেশে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।