টোকিও: একটা সময় ছিল যখন অনেক তরুনের শোবার ঘরে ঠাই পেত ফেরারি গাড়ির ছবি। কিন্তু ফেরারির সেই জায়গা দখল করে নিয়েছে এখন টয়োটা।
ফোর্ডের এফ সিরিজের ট্রাককে পেছনে ফেলে সর্বকালের সেরা বিক্রিত গাড়ির তালিকায় উঠে এসেছে টয়োটা।
১৯৬৬ সালে টয়োটার যাত্রা শুরু হয়। কোম্পানিটির জন্ম থেকে আজ পর্যন্ত তিন কোটি ৭৫ লাখ গাড়ি বিক্রি করেছে। গত ৪০ বছর ধরেই তারা ৪০ সেকেন্ডে একটি করে গাড়ি বিক্রি করে আসছে কোম্পানিটি।
কেন এই টয়োটা বিক্রির ধুম?। এর প্রথম কারণ হলো, টয়োটা গাড়িতে কম তেলে অনেকটা পথ ভ্রমন করা যায়। একই সঙ্গে আছে এর কাঠামোগত এবং সৌন্দর্যগত দিক।
টয়োটার গাড়ি বিশ্বের অনেকগুলো দেশে একযোগে তৈরি হয়। জাপান, ব্রাজিল, কানাডা, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, থাইল্যান্ড, তুরষ্ক এবং ভেনেজুয়েলাতে রয়েছে টয়োটার কারখানা।
তবে টয়োটার এই গাড়ি বিক্রির ইতিহাস পুরোটাই ৪০ সেকেন্ডে একটি গাড়ি বিক্রির নয়। ১৯৭০ সালে তেল সঙ্কটের কারণে টয়োটার বিক্রি কমে গিয়েছিল। কিন্তু এই পতনেও থেমে থাকেনি টয়োটা। পরবর্তীতে এর নতুন চার সিলিন্ডারের ইঞ্জিন সংযোজন এক নতুন মাত্রা যোগ করে। আর এই ইঞ্জিনই টয়োটাকে আজকের শীর্ষ অবস্থান এনে দিয়েছে।
টয়োটার এই সাফল্যের ফলে চব্বিশ বছর শীর্ষ থাকা ফোর্ডের এফ সিরিজের ট্রাক চলে এসেছে দ্বিতীয় স্থানে। টয়োটার পাশাপাশি এই সময়ে ফোর্ডের গাড়ি বিক্রির পরিমান ৩ কোটি ৫০ লক্ষ পিক-আপ ট্রাক।
তৃতীয় স্থানে অবস্থান করছে ভকস ওয়াগনের গালফ। বিক্রির পরিমান ২ কোটি ৭৫ লক্ষ গাড়ি। চর্তুথ স্থানে রয়েছে ভকস ওয়াগনের বেটলে। ফোর্ডের এসর্কট রয়েছে পঞ্চম অবস্থানে।
ফোর্ডের টি মডেলটি অষ্টম স্থানে থাকলেও বিশেষজ্ঞদের মতে এযাবৎ কালে সবচেয়ে সফল গাড়ি এটি। ১৯০৮ থেকে ১৯২৭ সাল পর্যন্ত এটি প্রায় ১ কোটি ৭ লক্ষ গাড়ি তৈরি করেছে।
ফোর্ডের টি মডেলটির মত টয়োটার গাড়িগুলোও দামে কম, পরিচালনায় ব্যয় কম, বিশ্বস্ত এবং সহজে মেরামত করা যায় বলে বর্তমানে এর চাহিদা এত বেশি।
১৯৯৯ সালে ওর্য়াল্ড র্যালি চ্যাম্পিয়নশিপে প্রথম টয়োটার করোলা মডেলের গাড়িটি নিয়ে প্রতিযোগিতা নামেন কার্লোস সেঞ্জ এবং দিদিয়ার অরিওল। প্রতিযোগিতায় জয়লাভের কারণে করোলা মডেলটি উঠে আসে ব্রান্ড হিসেবে।
তবে গত বছরে জাপানে ভূমিকম্প ও সুনামি টয়োটার উৎপাদনে ব্যাপক ক্ষতি সাধন করে।
২০১১ সালে টয়োটার বিক্রয় কমে যায় ৬ শতাংশ।
২০১২ সালের জন্য টয়োটা নিজ দেশে ১৬ লক্ষ গাড়ি বিক্রির লক্ষমাত্রা ঠিক করেছে। আর এই লক্ষমাত্রা ২০১১ সাল থেকে ৩৫ শতাংশ বেশি। মূলত সরকারিভাবে তেল সাশ্রয়ী গাড়ির উপর ভর্তুকি দেওয়া হবে এই ঘোষণার পর এই সিদ্ধান্ত নেয় টয়োটা।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২