ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দলীয় নাম পরিবর্তন করছে দ. কোরিয়ার ক্ষমতাসীন দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, ফেব্রুয়ারি ২, ২০১২
দলীয় নাম পরিবর্তন করছে দ. কোরিয়ার ক্ষমতাসীন দল

সিউল: দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দল তাদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতা শেষ হওয়ার তিন মাস আগেই দলটি এই সিদ্ধান্ত নিলো।



গ্রান্ড ন্যাশনাল পার্টির পরিবর্তিত নাম নিউ ওর্য়াল্ড পার্টি।

দলটির পক্ষ থেকে বলা হয়, নতুন নামটি কোরিয়ানদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেবে। এর মাধ্যমে কোরিয়ানরা সংঘবদ্ধ হয়ে সব সমস্যার মোকাবেলা করবে।

তবে দলটির নাম পরিবর্তনের এই প্রক্রিয়াকে এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন পূর্ববর্তী একটি কার্যক্রম বলে মনে করা হচ্ছে।

সিওলে কর্মরত এক সংবাদ সংস্থার কর্মী বলেন, ক্ষমতাসীন দলটি কিভাবে তাদের ভোটারকে খুশি করবে সে ব্যাপারে কাজ করছে।

অন্তবর্তীকালীন নেতা এবং সাম্ভাব্য প্রার্থী পার্ক জিয়ুং হি এর সংস্কার চান বলে জানান।

তিনি এক বিবৃতিতে বলেণ, দলটি এখন জয়ের জন্য নিজেদের সমালোচনা করছে।

দলটির নতুন নাম, সদস্য এবং মান দলটিকে নতুন করে জাগ্রত করবে বলে আশা করা হচ্ছে।

১৯৯৭ সালের পর থেকে দলটি জিএনপি নামে পরিচিত ছিল। সদস্যদের পরামর্শে দলটি নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা,ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।