ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলুচিস্তান মন্ত্রিসভা থেকে এক মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মে ২৬, ২০২১
বেলুচিস্তান মন্ত্রিসভা থেকে এক মন্ত্রীর পদত্যাগ

ক্ষমতাসীন বালুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) একজন জ্যেষ্ঠ নেতা সর্দার মোহাম্মদ সালেহ ভুতানি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একইসঙ্গে সেবা করতে না পারার জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন বলে ডন জানিয়েছে।

প্রাক্তন বিএপি নেতা পদত্যাগ করেছেন কারণ তার বিভাগের জন্য অর্থ ছাড় বন্ধ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী জ্যাম কমল আলিয়ানি।  

কোয়েটায় এক সংবাদ সম্মেলনে বিএপির জ্যেষ্ঠ সদস্য ভুতানি বলেন, আমি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছি এবং গভর্নর তা গ্রহণ করেছেন।

সামা টিভি জানিয়েছে, ভুতানি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, জাম কামাল খান তার ক্যাবিনেট মন্ত্রীদের কোনো মূল্য দেন না।

গত কয়েক মাস ধরে দুই বিএপি নেতার মধ্যে মতপার্থক্য চলছিল।

এই মাসের শুরুতে মুখ্যমন্ত্রী ভুতনীকে স্থানীয় সরকার এবং গ্রামোন্নয়নের দপ্তর থেকে প্রত্যাহার করে নেন। সূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মে ২৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।