ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৩ হাজার কর্মী ছাঁটাই করছে আমেরিকান এয়ারলাইনস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২১, ফেব্রুয়ারি ২, ২০১২
১৩ হাজার কর্মী ছাঁটাই করছে আমেরিকান এয়ারলাইনস

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের বিখ্যাত আমেরিকান এয়ারলাইনস প্রায় ১৩ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। অর্থনৈতিক সঙ্কটে পতিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ এই এয়ারলাইনসটি দেউলিয়া হওয়ার থেকে রক্ষা পাওয়ার জন্য এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



এয়ারলাইনসটির নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এএমআর কর্পোরেশনের প্রধান নির্বাহী টমাস ডব্লিউ হরটন বুধবার এ ঘোষণা দিয়ে  আশা প্রকাশ করেন, বছরে ২০০ কোটি মার্কিন ডলার খরচ সাশ্রয়ের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কোম্পানি আবারও লাভের মুখ দেখবে। কোম্পানিকে ঢেলে সাজানোর মাধ্যমে আয় বছরে ১০০ কোটি ডলার করে বাড়ানো হবে।

ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে শ্রমিকদের বেতন বাবদ খরচ ২০ শতাংশ কমাতে যাচ্ছে কোম্পানিটি। এ উদ্দেশ্যে কোম্পানি তাদের ১৫ শতাংশ কর্মচারী ছাঁটাই করবে। শ্রমিকদের সঙ্গে দেনা-পাওনার ব্যাপারে সমঝোতার জন্য খুব শিগগিরই কোম্পানি এর প্রধান তিনটি শ্রমিক ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এএমআর ২০১১ সালের প্রথম নয় মাসে ৮৮৪ মিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু ডিসেম্বরেই কোম্পানি ৯০ কোটি ৪ লাখ ডলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও গত মঙ্গলবার কোম্পানিটি স্বীকার করেছে।   এ নিয়ে ২০০১ সালের পর তারা এ পর্যন্ত ১১ বিলিয়ন ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হলো।

হরটন বলেন, খরচ কমানোর লক্ষ্যে নেওয়া কোম্পানির পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে ঋণ পুনর্গঠন, প্লেন ভাড়া দেওয়া, পুরনো সব প্লেনের ফ্লাইট বন্ধ করা এবং শ্রম আইনের বিভিন্ন ধারার পরিবর্তন।

হরটনসহ শীর্ষ নির্বাহীরা কর্মী ছাঁটাই এবং অন্যান্য প্রস্তাব নিয়ে আলোচনার জন্য এর আগে কোম্পানির শ্রমিক-নেতাদের নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ফোর্ট ওয়ার্থ শহরে এয়ারলাইনসটির সদর দপ্তরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন বলেও জানায় সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।