প্যারিস: ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর মাথায় আটা নিক্ষেপ করল একজন নারী।
বুধবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি দাতব্য সংস্থা আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ফ্রান্সের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদের অন্যতম দাবিদার দেশটির সমাজবাদী নেতা ফ্রাঁসোয়া হলাদেঁর মাথায় এক নারী আটা ঢেলে দেয় বলে জানায় সংবাদ মাধ্যম।
ফ্রাঁসোয়া হলাদঁ তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ‘সবার জন্য বাসস্থান’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেন। আয়োজন করে অ্যাবে পিয়েরে ফাউন্ডেশন নামক একটি দাতব্য সংস্থা। তিনি মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় ওই নারী তার দিকে এগিয়ে যায় এবং তার ওপর আটা ছুড়ে দেয়।
এসময় হলাদঁকে রক্ষা করতে তার দেহরক্ষীরা এগিয়ে গেলে তাদের ওপরও আটা ছুড়ে মারেন ওই নারী। অবশেষে ৪৫ বছর বয়সী এই নারীকে হাত পা বেঁধে মঞ্চ থেকে সরিয়ে নেয় নিরাপত্তারক্ষীরা। আটা লেগে হলাদেঁর চুল-চশমা ও জামা সাদা হয়ে যায়। তাকে কিছুটা বিব্রত মনে হলেও তিনি পুনরায় বক্তৃতা শুরু করেন।
আটা ছোড়ার পর ওই নারী চিৎকার করে বলতে থাকেন তার সঙ্গে অবিচার করা হয়েছে। তবে কী অবিচার হয়েছে তা অবশ্য জানাননি তিনি।
ফ্রান্সে এ মুহূর্তে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিভিন্ন জনমত জরিপে ফ্রাঁসোয়া হলার্দ বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজির থেকে জনপ্রিয়তায় এগিয়ে আছেন।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২