ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীন সফরে জার্মান চ্যান্সেলর মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, ফেব্রুয়ারি ২, ২০১২
চীন সফরে জার্মান চ্যান্সেলর মেরকেল

বেইজিং: জার্মান চ্যান্সেলর অাঙ্গেলা মেরকেল চীন সফরে বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন । দুই দিনব্যাপী চীন সফরে তিনি ইউরোজোনের চলমান সঙ্কট, ইরান এবং সিরিয়া পরিস্থিতি নিয়ে চীনা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন।



মেরকেল তার ২০ সদস্যের শক্তিশালী বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এবং প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওয়ের সঙ্গে রাজধানী বেইজিংয়ে বৈঠক করবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার চীনা সোশ্যাল সায়েন্সেস একাডেমিতে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনৈতিক সঙ্কটের ওপর ভাষণ দেন মেরকেল। শুক্রবার তিনি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে গুয়ানদং প্রদেশে অবস্থিত বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করবেন।

চীন অধিক হারে জার্মান পণ্য আমদানি করার কারণে অন্যান্য ইউরোপীয় দেশের অর্থনীতির চেয়ে জার্মানি ভালো অবস্থানে রয়েছে। তবে কারখানাগুলোতে উন্নত জার্মান প্রযুক্তি এবং যন্ত্রপাতি ব্যবহার করার কারণে চীনের অর্থনীতিও সুফল পাচ্ছে।

দু’দিনের সফরকালে তিনি সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবের পক্ষে চীনের সমর্থন আদায় এবং ইরান থেকে তেল আমদানি কমানোর ব্যাপারে চীনকে রাজি করাতে তিনি চেষ্টা চালাবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

অাঙ্গেলা মেরকেল ইলেক্টনিক্স পণ্য উৎপাদনে ব্যবহৃত বিশেষ ধরনের খনিজের সহজলভ্যতার ব্যাপারেও চীনের সহযোগিতা কামনা করতে পারেন।   চীনের খনিগুলো বিশ্বের এ ধরনের বিশেষ খনিজের চাহিদার প্রায় ৯৭ শতাংশ পূরণ করে। তবে চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিশ্ব বাজারে সরবরাহ সীমিত করে চীন এ ধরনের খনিজের দাম বৃদ্ধি করেছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।