কুয়েত সিটি: তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েতের পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। দেশের রাজনৈতিক ইতিহাসের চতুর্থ র্পালামেন্ট গঠনের উদ্দেশ্যে কুয়েতি ভোটাররা ভোট দিচ্ছে বলে জানায় সংবাদমাধ্যম।
গত বছর কুয়েতি যুবকেরা দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করার পর, র্দীঘ প্রায় ছয় বছরের বিরতিতে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো।
কুয়েতের র্পালামেন্টের ৫০ টি আসনের জন্য মোট ২৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে ইসলামপন্থী বিরোধী দল জয়লাভ করতে যাচ্ছে বলে আগাম ধারণা করছেন পর্যবেক্ষকরা।
বংশানুক্রমিকভাবে আমির শাসিত উপসাগরীয় রাষ্ট্র কুয়েতের নির্বাচিত পার্লামেন্ট যথেষ্ট স্বাধীনতা ভোগ করে । উপসাগরীয় অঞ্চলের রাজতন্ত্র শাসিত দেশগুলোতে যার উদাহরণ বিরল। তবে দেশটিতে আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার কোন অনুমতি নেই।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১২