ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাপুয়া নিউ গিনিতে ফেরিডুবি: এখনও নিখোঁজ ১২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, ফেব্রুয়ারি ৩, ২০১২
পাপুয়া নিউ গিনিতে ফেরিডুবি: এখনও নিখোঁজ ১২০

ঢাকা: পাপুয়া নিউ গিনির উত্তর-পূর্ব উপকূলে ফেরিডুবির ঘটনায় এখনও ১২০ জন খুঁজে পাওয়া যায়নি। জাহাজ ও হেলিকপ্টার দিয়ে তাদের খোঁজ করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।



বৃহস্পতিবার ৩৫০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে ফেরিটি ডুবে যায়। এরপর অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউ গিনির উদ্ধারকর্মীরা ২৩০ জনকে উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে নিখোঁজদের সবাই ডুবে যাওয়া ফেরির মধ্যে আটকা পড়েছে এবং তারা বেঁচে নেই।

বৃহস্পতিবার সকালের দিকে এমভি রাবাইল কুইন নামে ফেরিটি ডুবে যায়। বিপদ সংকেত পেয়ে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে উদ্ধারের জন্য ছুটে যায়।

পাপুয়া নিউগিনির উদ্ধারকারী দলের কো-অর্ডিনেটার নুরুর রহমান জানান, ‘উদ্ধারকাজে সাহায্যের জন্য অস্ট্রেলিয়া ঘটনাস্থলে ৪টি জাহাজ পাঠিয়েছে। এখনো পর্যন্ত ২৩০ জনকে উদ্ধার করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড প্রতিবেশী পাপুয়া নিউগিনির এ ফেরি ডুবির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একে মর্মান্তিক দুর্ঘটনা বলে আখ্যায়িত করে উদ্ধারকাজে সবধরনের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।