ওয়াশিংটন: সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। শুক্রবার সিরিয়ায় চলমান সহিংসতা অবসানে নেওয়া একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা আছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।
সিরিয়ার বিরুদ্ধে নেওয়া প্রস্তাবের ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার কর্মকর্তারা জানান, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের মস্কোর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আরও পরামর্শ করতে হবে।
জাতিসংঘের নতুন প্রস্তাবটির একটি খসড়া ইতিমধ্যেই মস্কোয় পাঠানো হয়েছে।
নতুন প্রস্তাবে সহিংসতা বন্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পরিষ্কারভাবে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী বাশার আল আসাদকে তার সহকারীর কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশটির ক্ষমতার পটপরিবর্তন নিশ্চিত কোর কথাও বলা হয়েছে।
এর আগে সিরিয়ার সহিংসতা বন্ধের জন্য আরবলীগও প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছিলো ।
কিন্তু মস্কো এই পরিকল্পনার বিরোধিতা করে দাবি করে, এই প্রস্তাব বাস্তবায়নের অর্থ হলো দেশটির শাসন ক্ষমতা পরিবর্তনে বাইরের দেশগুলোকে সুযোগ দেওয়া।
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ান দূত ভিতালি চারকিন নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদার বৈঠকে বৃহস্পতিবার নতুন প্রস্তাবের বিপক্ষে ভেটো দেওয়ার এই সাম্প্রতিক হুমকি দেন।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২