ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিসরে নতুন করে বিক্ষোভ, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৪, ফেব্রুয়ারি ৩, ২০১২
মিসরে নতুন করে বিক্ষোভ, নিহত ২

কায়রো: ফুটবল খেলাকে কেন্দ্র করে ৭৪ জন নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ক্ষুব্ধ প্রতিবাদকারীরা কায়রোতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঘেরাও করে। ঘটনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা হিসেবে দাবি করে বিক্ষোভকারীরা সংশ্লিষ্ট সকলের পদত্যাগ এবং বিচার দাবি করে।



হাজার হাজার প্রতিবাদকারী এ সময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সামনে জমায়েত হয়ে ভবনের সামনে অবস্থিত ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছুঁড়লে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়।   সংঘর্ষে কমপক্ষে ৬৬৮ জন প্রতিবাদকারী আহত হয় বলে জানায় সংবাদমাধ্যম।

ফুটবল অনুরাগীসহ কমপক্ষে দশ হাজার বিক্ষোভকারী বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করে পোর্ট সাইদের ফুটবল সহিংসতার সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করে। এই ঘটনার সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা আছে বলে দাবি করে তারা।

বৃহস্পতিবার মিশরের অন্যান্য শহরেও সহিংসতা ছড়িয়ে পড়ে। বন্দরনগরী সুয়েজে অপর এ ঘটনায় পুলিশের গুলিতে কমপক্ষে ২ জন বিক্ষোভকারী নিহত হয় বলে জানায় সংবাদমাধ্যম।  

বুধবার পোর্ট সাইদ শহরের ফুটবল স্টেডিয়ামে মিশরের ফুটবল ক্লাব আল মাসরি এবং আল আহলির  মধ্যে  ম্যাচ চলাকালীন সময়ে ফুটবল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। আল মাসরি দলের সমর্থকরা আল আহলি দলের খেলোয়াড় এবং সমর্থকদের ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম। এ সময় কমপক্ষে ৭৪ জন নিহত হয়।

বুধবারের ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার ইন্ধনাদাতাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনায় ক্রুদ্ধ ফটবল সমর্থকদের স্থানীয় নেটওয়ার্ক আল্ট্রা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। তারা পুলিশকে অভিযুক্ত করে দাবি করে, তাদের সদস্যরা মোবারক বিরোধী ও সেনাবিরোধী বিক্ষোভমিছিলে সম্মুখ সারিতে অবস্থান নেওয়ায় পুলিশ প্রতিশোধ নেওয়ার জন্য ইচ্ছা করে তাদের ওপর হামলা চালানোর সুযোগ করে দিয়েছে।

নিহত ফুটবল অনুরাগীদের জানাজা পোর্ট সাইদে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ফুটবল অনুরাগীদের মৃত্যুর ঘটনায় মিশর রাষ্ট্রীয় ভাবে তিন দিনের শোক কর্মসূচি পালন করছে।

মিশরের নবনিযুক্ত পার্লামেন্ট সদস্যরা উদ্ভুত পরিস্থিতিতে জরুরি অধিবেশনে বসে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযুক্ত করে দাবি করে, কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন না করার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

এদিকে সামরিক বাহিনী কর্তৃক নিযুক্ত মিশরের বর্তমান প্রধানমন্ত্রী কামাল গানজুরি পার্লামেন্টকে জানান, ঘটনার সময় দায়িত্বে গাফলতির অভিযোগে পোর্ট সাইদের উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাসহ পোর্ট সাইদের গভর্নরকে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।