বোগোতা : দক্ষিণ আমেরিকান রাষ্ট্র কলম্বিয়ায় একটি পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত এবং ১২ জনেরও বেশি লোক আহত হয়েছে। দেশটির বামপন্থী সরকারবিরোধী বিদ্রোহীরা এ আঘাত হানে বলে জানায় কর্তৃপক্ষ।
মাদক পাচার এবং সহিংসতা কবলিত কলম্বিয়ার পশ্চিমাঞ্চলীয় ককা প্রদেশের ভিলারিকা শহরে একটি পুলিশ ফাঁড়িতে বাহির থেকে বিস্ফোরণ ঘটানো হয়। হামলায় নিহতদের মধ্যে পুলিশ ফাঁড়ির কমান্ডারও আছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
গ্যাস সিলিন্ডার থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত বিস্ফোরকের সাহায্যে এ বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের সময় ফাঁড়িতে ১৮ পুলিশ অফিসারও ছিল।
এর মাত্র একদিন আগেও অনুরূপভাবে দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত তুমাকো শহরে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করে কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহী সংগঠন ফার্ক।
গত বছরের নভেম্বর মাসে কলম্বিয়ার নিরাপত্তাবাহিনীর এক অভিযানে সংগঠনটির এক শীর্ষ নেতা নিহত হওয়ার পর থেকে ইদানিং গ্রুপটি সরকারি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানোর ঘটনা বাড়িয়ে দিয়েছে।
বাংলাদেশ সময় : ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২