নয়াদিল্লি : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যে এক ট্রেন দুর্ঘটনায় ৩ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
শুক্রবার সকালে আসামের কামরুপ জেলার এক রেলক্রসিংয়ে যাত্রীবাহী এক ট্রেনের সাতটি কামরা লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে আজারা এবং মির্জা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী গোসাইনঘাটিতে অবস্থিত রেলক্রসিংয়ে বনগাইগাঁও-গৌহাটি চিলারাই প্যাসেঞ্জার ট্রেনটি, রেলক্রসিং পার হতে যাওয়া একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় আহত যাত্রীদের স্থানীয় মির্জা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। গুরুতর আহতদের গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল এবং আসাম রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২