ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় স্বর্ণ খনি কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, ফেব্রুয়ারি ৩, ২০১২
আর্জেন্টিনায় স্বর্ণ খনি কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ

বুয়েন্সআয়ারস: আর্জেন্টিনায় স্থানীয় বাসিন্দা এবং পরিবেশবাদীদের অব্যাহত বিক্ষোভের মুখে অবশেষে উন্মুক্ত পদ্ধতিতে স্বর্ণ উত্তোলনের পরিকল্পনা থেকে আপাতত পিছু হটল কানাডিয়ান খনি কোম্পানি ওসিস্কো।

কানাডিয়ান খনি কোম্পানি ওসিস্কো আর্জেন্টিনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য লা রিওজার একটি খনি থেকে তাদের প্রস্তাবিত স্বর্ণ উত্তোলনের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে।



আর্জেন্টিনার স্থানীয় পরিবেশবাদী গ্রুপ এবং প্রস্তাবিত খনিটির  নিকটবর্তী শহর ফামাতিনার বাসিন্দারা এর আগে স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ জানায়। উন্মুক্ত পদ্ধতিতে খনি থেকে স্বর্ণ উত্তোলন তোলা হলে তা স্থানীয় জনগণের পানি সরবরাহের উৎসকে  দূষিত করবে বলে দাবি করে তারা।

কানাডিয়ান খনি কোম্পানি ওসিস্কো এই খনি থেকে স্বর্ণ উত্তোলন করার উদ্যোগ গ্রহণ করেছিল।

আমাদের মৃতদেহের ওপর দিয়ে কোম্পানিকে স্বর্ণ উত্তোলন করতে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন খনি এলাকা সংলগ্ন এক বাদাম চাষী।

ফামাতিনার বাসিন্দাদের আশঙ্কা, প্রস্তাবিত খনিটি কার্যক্রম শুরু করলে শহরের পানির একমাত্র উৎস দূষিত হয়ে যাবে। তাদের কাছে পানি স্বর্ণের থেকেও বেশি মূল্যবান।

এদিকে ভিন্ন প্রেক্ষাপটে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সআয়ারসে একদল মূখোশধারী প্রতিবাদকারী রাজধানীতে অবস্থিত  ব্রিটিশ মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে পাথর ছোড়ে।

ফকল্যান্ড দ্বীপের ওপর ব্রিটিশ দখলদারিত্বের প্রতিবাদে এবং দ্বীপটিতে ব্রিটিশ রাজকুমার প্রিন্স উইলিয়ামের উপস্থিতির প্রতিবাদ জানাতে তারা এই কাজ করে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। এসময় তারা যুক্তরাজ্যের হবু রাজা প্রিন্স উইলিয়ামকে পাইরেট প্রিন্স বলেও অভিহিত করে।
 
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।