ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

খেমারুজ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, ফেব্রুয়ারি ৩, ২০১২
খেমারুজ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

নম্পেন: খেমারুজ নেতা ডুখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কম্বোডিয়ার গণহত্যা বিষয়ক আদালত। খেমারুজ এই নেতা এর আগে দেওয়া ৩৫ বছরের কারাদণ্ডের বিপরীতে আদালতে আপিল করেছিলেন।

কিন্তু আদালত সেই আপিল প্রত্যাখ্যান করেন।

শুক্রবার আদালত থেকে এই আদেশ দেওয়া হয় বলে জানায় একটি আন্তর্জাতিক গণমাধ্যম।

ডুখ কারাগারে বন্দি কয়েক হাজার মানুষকে হত্যার অভিযোগে অভিযুক্ত তিনি। ডুখের আসল নাম মূলত কায়েং গুয়েক। তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় ২০১০ সালে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ডুখ হলেন প্রথম দণ্ডপ্রাপ্ত কোনো খেমারুজ নেতা।

কম্বোডিয়ায় ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মাওবাদী খেমারুজরা ক্ষমতায় ছিল। সেসময় ডুখ ছিলেন তুল স্লেংগ কারাগারের প্রধান কারা তত্ত্বাবধায়ক। রাষ্ট্রদোহিতার অভিযোগে তুলের কারাগারে প্রায় ১৫ হাজার মানুষকে আটক রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।