ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জঙ্গী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, ফেব্রুয়ারি ৩, ২০১২
জঙ্গী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

ইসলামাবাদ: পাকিস্তানে জঙ্গি হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। পাকিস্তানের দুর্গম উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় একটি সেনা তল্লাশি চৌকিতে বৃহস্পতিবার জঙ্গিরা হামলা চালায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



কুররাম পার্বত্য অঞ্চলের সেনা তল্লাশি মধ্যরাতে হামলা  হয়। তবে সেনাদের পাল্টা আক্রমণে ১৮ জন জঙ্গিও নিহত হয় দাবি করেছে কর্তৃপক্ষ।

কুররামে জঙ্গিদের এই হামলার ঘটনা হলো গত কয়েক সপ্তাহের মধ্যে এরকম তৃতীয় হামলার ঘটনা।

কুররামে গত মঙ্গলবারও অনুরূপ হামলায় অপর একটি তল্লাশি চৌকিতে ৮ সেনা সদস্য নিহত হয়।

পাকিস্তানের সেনাবাহিনী গত কয়েকদিন ধরে আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের পার্বত্য এলাকায় জঙ্গি বিরোধী অভিযান চালিয়ে আসছে।

এর অংশ হিসেবে পাকিস্তান গত জুলাই থেকে কুররামে জঙ্গি বিরোধী অভিযান শুরু করে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।