ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে ঠাণ্ডায় ১০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ফেব্রুয়ারি ৩, ২০১২
ইউক্রেনে ঠাণ্ডায় ১০০ জনের মৃত্যু

কিয়েভ: ইউক্রেনে কনকনে ঠাণ্ডায় অন্তত একশ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার থেকে শুরু হওয়া তীব্র ঠাণ্ডায় দেশটির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।



দেশটির জরুরী ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, মৃতদের মধ্যে বেশিরভাগই গৃহহীন। মৃতদের ৬৪ জনকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে।

ঠাণ্ডায় অসুস্থ হয়ে পড়া আরও শতাধিক ব্যক্তিকে জরুরী চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বেশিরভাগ রোগীই হাইপোথারমিয়া এবং অন্যান্য ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত।

ইউরোপের বিভিন্ন অঞ্চলে বর্তমানে -৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে।

এদিকে সার্বিয়ার প্রত্যন্ত একটি গ্রামে অতিরিক্ত ঠাণ্ডায় বরফ পরে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১১ হাজার গ্রামবাসী অবরুদ্ধ হযে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।