ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সু চির নির্বাচনী র‌্যালি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ফেব্রুয়ারি ৩, ২০১২
সু চির নির্বাচনী র‌্যালি স্থগিত

ইয়াংগুন: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী বর্তমান বিরোধী দলীয় নেত্রী অং সান সু চির নির্বাচনী র‌্যালি স্থগিত করা হয়েছে। আসন্ন উপ নির্বাচনকে কেন্দ্র করে মান্দালাই শহরে বড় ধরনের র‌্যালি করার পরিকল্পনা করেছিল সু চির দল।



তবে শুক্রবার দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ তাদের যে জায়গা দিয়েছে তা জনসমাবেশের জন্য যথেষ্ট বড় নয়। একারণে র‌্যালি আপাতত স্থগিত করা হয়েছে।

গত রোববার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সু চির মিয়ানমারের দক্ষিণাঞ্চল সফরের সময় ১০ হাজারেও বেশি কর্মী-সমর্থক অংশ নেয়। আগামী সপ্তাহে এর চেয়ে অনেক বেশি লোক সমাগমের আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মিয়ানমারের উপনির্বাচন অনুষ্ঠান হবে আগামী ১ এপ্রিল।

আগামী শনিবার থেকে দু’দিন ব্যাপী অনুষ্ঠেয় বিশাল র‌্যালি স্থগিত করার ঘোষণা দিয়েছেন সু চি। তার দল ন্যাশনাল লিগ অব ডেমোক্র্যাসির (এনএলডি)মুখপাত্র জানিয়েছেন, নেত্রী যে ফুটবল মাঠে বক্তৃতা করবেন তা অনেক ছোট। একারণে ওই র‌্যালি স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় নির্বাচন কমিশন অন্য একটি ফুটবল মাঠ বরাদ্দ দিয়েছে যার সর্বোচ্চ ধারণক্ষমতা ১০ হাজার জনতা। কিন্তু নেত্রীর সমাবেশে এর চেয়ে অনেক বেশি লোক সমাগম হবে। ’

এতো ছোট মাঠে ভিড়ের কারণে অনেক মানুষ হতাহত হওয়ার আশঙ্কা করছেন সু চি।

তবে একারণে আগামী ৭ ফেব্রুয়ারি সু চির ইরাওয়াদ্দি এলাকা সফরে কোনো ব্যত্যয় ঘটবে না।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।