ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় বিশ্বে একদিনে আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, জুন ৫, ২০২১
করোনায় বিশ্বে একদিনে আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু

বিশ্বজুড়ে করোনার তাণ্ডব থামছেই না। মাঝে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা কিছুটা কমলেও গত টানা চার দিন ধরে আবারো ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় চতুর্থ দিনের মতো এ ভাইরাস কেড়ে নিয়েছে আরো ১০ হাজারের বেশি প্রাণ। এ নিয়ে মোট প্রাণহানি ৩৭ লাখ ২৭ হাজার ছাড়ালো।

ব্রাজিলে ১ হাজার ২০০ এর কাছাকাছি মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ৪ লাখ ৭১ হাজারের কাছাকাছি। লাতিন দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে আরো ৩৮ হাজারের মতো।

যুক্তরাষ্ট্রে ধীরে হলেও বাড়ছে দৈনিক মৃত্যু। শুক্রবারও (৪ জুন) ৫১৭ জন মারা গেছে করোনায়। তবে টিকাদান কর্মসূচি বাড়ায় বেশিরভাগ রাজ্যেই নিয়ন্ত্রণে এসেছে ভাইরাসের বিস্তার।  

আর্জেন্টিনা ও কলম্বিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছে ৫৩৮ জন। দুই লাতিন দেশেই নতুনভাবে শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি।  

গোটা বিশ্বে একদিনে আরো ৪ লাখ ১৫ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জুন ০৫, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।