ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, জুন ৫, ২০২১
চীনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৯ সংগৃহীত ছবি

চীনের গানসু প্রদেশের জিনচাং শহরে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে নয় শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই রেলশ্রমিক ছিলেন বলে জানা গেছে।

 

শনিবার (৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি উরুমকি থেকে হাঙজুতে যাচ্ছিল।  

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, রেলওয়ের কর্মীরা রেল লাইনে সংস্কার কাজ চালানোর সময় ট্রেন চলে আসায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজের পাশাপাশি ঘটনাস্থলে চিকিৎসা ও জরুরি সেবার ব্যবস্থা করা হয়েছে।

তবে সংস্কার কাজ চলার সময় ট্রেন চলে আসার বিষয়ে কর্তৃপক্ষের সচেতনতা নিয়ে সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মেতে উঠেছেন নেটিজেনরা। পাশাপাশি দুর্ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।  

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুন ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।