নয়াদিল্লি: ভারতের সেনা প্রধান জেনারেল ভিকে সিংয়ের জন্মসাল নিয়ে বিতর্কে এবার সুপ্রিমকোর্টের প্রশ্নের মুখোমুখি হয়েছে সরকার। সুপ্রিমকোর্ট সরকারের কাছে জানতে চেয়েছে, বয়স বিতর্ক নিয়ে ভিকে সিংয়ের বিধিসম্মত আপত্তি সরকার কোন প্রক্রিয়া অনুসরণ করে প্রত্যাখ্যান করেছে।
স্বাধীন ভারতের ইতিহাসে জেনারেল ভিকে সিংই প্রথম কোনো সেনাপ্রধান যিনি সরকারকে আদালতের মুখোমুখি দাঁড় করিয়েছেন।
তার জন্ম ১৯৫০ সালে এবং সে অনুযায়ী তাকে এ বছরই অবসরে যেতে হবে- সরকারের এই দাবিকে চ্যালেঞ্জ করে আদালতে আপিল করেছেন ভিকে সিং। তার দাবি, জন্মসাল ১৯৫১’ই সঠিক।
সেনা প্রধানের আবেদন প্রত্যাখ্যান করার বিস্তারিত কারণ এবং অ্যাটর্নি জেনারেলের ভূমিকা স্পষ্ট করার জন্য আদালত সরকারের প্রতি নির্দেশ দিয়েছেন। এই আপিলের শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি।
সেই সঙ্গে বয়স বিতর্কের বিষয়টি আদালতের বাইরেই মীমাংসা করার জন্য সেনাপ্রধান ও সরকারকে আরো সময় দেওয়ার পক্ষে মত দিয়েছেন সুপ্রিম কোর্ট।
এদিন আদালত প্রতিরক্ষা দপ্তরকেও তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। জন্মতারিখ ১০ মে ১৯৫১ সালের পরিবর্তে ১০ মে, ১৯৫০ সাল করার ব্যাপারে সেনাপ্রধানের আপত্তি গত ৩০ ডিসেম্বর প্রত্যাখ্যান করে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সুপ্রিমকোর্ট শুক্রবার বলেছেন, মন্ত্রণালয় চাইলে স্বাধীন আইনি মতের ভিত্তিতে তাদের নির্দেশ পুনর্বিবেচনা করতে পারে। তা না হলে আদালতই বিষয়টি বাতিল করে দেবে।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২