নিউইয়র্ক: নিলামে তোলা হয়েছে লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির রাক্তমাখা শার্ট আর বিয়ের আংটি।
গত বছর অক্টোবরের শেষের দিকে বিদ্রোহীদের হাতে নির্মমভাবে নিহত হন এই নেতা।
এর পরে যেকোনো ভাবে ওই শার্ট আর আংটি এসে পড়ে লিবিয়ারই নাগরিক আহমেদ ওয়ারফালির হাতে। সেই শার্ট আর আংটির জন্য তিনি হেঁকেছেন ২০ লাখ ডলার।
ওয়ারফালির বিশ্বাস, গাদ্দাফির এই সম্পত্তি যদি ইউরোপে বিক্রি করা যায় তাহলে আরো ভালো দাম পাওয়া যাবে।
ইতোমধ্যেই এই আংটির ছবি ArabsToday.net নামের একটি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এতে গাদ্দাফি দম্পতির বিয়ের সাল-তারিখ খোদাই করা রয়েছে।
১৯৭০ সালের ১০ সেপ্টেম্বর স্ত্রী সাফিয়ার সঙ্গে বিয়ের সময় এই আংটি পান মুয়াম্মার গাদ্দাফি।
তবে গাদ্দাফির ব্যবহৃত এই সামগ্রী নিলামে তোলা নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লিবিয়ার এক বাসিন্দা তার প্রতিক্রিয়া জানাতে বলেন, ‘ওই আংটি এখন গাদ্দাফিকে ধারণ করে না। এটা লিবিয়ার সম্পদ। ওয়ারফালি এই আংটি বিক্রি করতে পারেন না। ’
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২