ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরের শ্রীনগরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স-অক্সিজেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ৫, ২০২১
কাশ্মীরের শ্রীনগরে বিনামূল্যে অ্যাম্বুলেন্স-অক্সিজেন

শ্রীনগরের একটি স্থানীয় এনজিও জম্মু ও কাশ্মীরের জনগণকে সাহায্য করার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন দিচ্ছে।  

ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস (ইএমএস) গ্রুপ শ্রীনগরের রোগীদের জন্য বিনামূল্যে ওই সেবা চালু করেছে।

এটি বিদেশে কর্মরত ডাক্তারদের দেওয়া অনুদানের ওপর চলে।

আমাদের রোগীর সংখ্যা এখনও পর্যন্ত প্রায় সাতশ’। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আমরা কোভিড-সংক্রামিত রোগীদের কাছ থেকে প্রচুর কল পাচ্ছি। আমাদের অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, জরুরি ওষুধ, অক্সিজেন এবং এমনকি নেবুলাইজেশনের সুবিধাও আছে, বলেন ডাঃ ভাট।  

এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়ে অ্যাম্বুলেন্স চালক ওয়েইস ইকবাল বলেন, দায়িত্ব পালনের সময় করোনার স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।  

জানা গেছে, এই পরিষেবা সেখানকার মানুষের জন্য অপরিসীম সাহায্য করেছে। অনেক স্থানীয় লোক এনজিও এবং তাদের দলের প্রচেষ্টার প্রশংসা করেছে।  

জাভেদ আহমাদ নামের একজন স্থানীয় দাবি করেছেন, এই সেবার কারণে অনেক জীবন রক্ষা পেয়েছে।  

যেহেতু জম্মু ও কাশ্মীরে আইসিইউ অ্যাম্বুলেন্সের সংখ্যা কম, তাই এনজিওটি মূল্যবান জীবন বাঁচানোর প্রচেষ্টায় চব্বিশ ঘণ্টা কাজ করে চলেছে।

এই উদ্যোগ শ্রীনগরের স্থানীয়দের যে বড় স্বস্তি দিয়েছে তা দেখার পর বারামুলা ও অনন্তনাগ জেলায়ও এই পরিষেবা সম্প্রসারিত করা হয়েছে বলে জানিয়েছেন সমন্বয়কারী ড. শহীদ ভাট।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।