ঢাকা: অর্থসঙ্কটের কারণে বন্ধ হয়ে গেলো হাঙ্গেরির জাতীয় বিমান পরিবহন কোম্পানি মালেভ। টানা ৬৬ বছর চলার পর শুক্রবার কোম্পানিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইউরোপীয় কমিশন মালেভকে তার বৈদেশিক ঋণ পরিশোধ করার আদেশ দেওয়ার পর কার্যক্রম বন্ধের ঘোষণা দিল কোম্পানিটি।
কমিশনে হিসাব অনুযায়ী, ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে মালেভ বিভিন্ন নামে ১৭ কোটি ১০ লাখ ডলার ঋণ নিয়েছে যা ২০১০ সালে কোম্পানির মোট আয়ের সমপরিমাণ।
কোম্পানির বিবৃতিতে বন্ধের জন্য ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তকে দায়ী করে বলা হয়, কোম্পানি লাভজনক হওয়া সত্ত্বেও দীর্ঘ মেয়াদে চালানোর জন্য মালিকের কাছে পর্যাপ্ত আর্থিক সংস্থান নেই।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২