সিংগাপুর: ‘মারণব্যাধী ক্যান্সার প্রতিরোধ সম্ভব’ এই স্লোগান নিয়ে নানা আয়োজনে বিশ্ব ক্যান্সার দিবস পালনের উদ্যোগ নিয়েছে সিংগাপুর ক্যান্সার সোসাইটি (এসসিএস)। এ সম্ভাবনা সংক্রান্ত তাদের পর্যবেক্ষণ আগামী শনিবার বিশ্ব ক্যান্সার দিবসে প্রকাশ করবে বলে জানিয়েছে এই গবেষণা প্রতিষ্ঠানটি।
নগররাষ্ট্র সিংগাপুরে অকালমৃত্যুর জন্য দায়ী রোগের মধ্যে ক্যান্সার অন্যতম। এদেশে প্রতি চারজনে এক জনেরই মৃত্যু হয় ক্যান্সারে।
ঠিক একারণে বিশ্ব ক্যান্সার দিবস পালনের জন্য ব্যাপক আয়োজন করেছে সিংগাপুর। এ লক্ষ্যে সিংগাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যান্সার ইনস্টিটিউট শুক্রবার থেকেই নানা অনুষ্ঠান শুরু করেছে।
তাদের আয়োজনের মধ্যে রয়েছে- খেলাধুলা, নাচগান, নাটক এবং ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য কেন্দ্র।
এর আগে গত বুধবার স্বেচ্ছাসেবী, এসসিএস’র কর্মকর্তা এবং ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া কয়েকশ’ মানুষ রাস্তায় সিরিঞ্জ আকৃতির কলম বিতরণ করেন। বিশ্বে শুধু ক্যান্সার আক্রান্ত হয়ে প্রতিবছর মারা যাওয়া ৭৬ লাখ মানুষের স্মরণে এই আয়োজন করা হয়।
এসময় এমসিএস জানায়, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া এসব মানুষের মধ্যে বেশিরভাগই অনুন্নত দেশের অধিবাসী। এসব দেশে ব্যাথানাশক চিকিৎসা সহজলভ্য নয়।
আয়োজনের অন্যতম সহযোগী ন্যাশনাল হেলথকেয়ার গ্রুপ পলিক্লিনিক্স ‘নিয়মিত স্ক্রিনিং করার কথা ভুলবেন না’ বার্তা সম্বলিত স্টিকার বিতরণ করবে। তাদের এই কার্যক্রম চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
এছাড়া, সিংগাপুর ক্যান্সার সোসাইটির জন্য দেশের বিভিন্ন জায়গায় বক্স রাখা হয়েছে যেখানে সাধারণ জনগণ সাধ্যমত অর্থসহায়তা দেবে।
স্তন ক্যান্সার থেকে সুস্থ হয়ে ফিরে আসা কেলার কং সবার জন্য পরামর্শ দেন, নিয়মতি স্ক্রিনিং করলে একেবারে প্রাথমিক অবস্থায়ই ক্যান্সার ধরা পড়ে। এসময় চিকিৎসা নিলে সফল হওয়ার সম্ভাবনা বেশি।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২