ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশ নির্বাচন রাহুলের ভাগ্য নির্ধারণী নয়: প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, ফেব্রুয়ারি ৩, ২০১২
উত্তরপ্রদেশ নির্বাচন রাহুলের ভাগ্য নির্ধারণী নয়: প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: ভারতে উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচন রাজনীতিতে রাহুল গান্ধীর ভাগ্য নির্ধারণ করবে এমনটি মোটেও নয়। এমন মন্তব্য করেছেন রাহুল গান্ধীর ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধী।



শুক্রবার একটি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘কারো রাজনৈতিক ক্যারিয়ার গড়ে দেওয়া বা ধ্বংস করার মতো কোনো নির্বাচন নেই। আমি ছোট বোন, আমার পক্ষ থেকে কোনো সহায়তার প্রয়োজনও আমার ভাইয়ের নেই। ’

উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনে নির্বাচনী প্রচারণায় কংগ্রেসের তারকা ব্যক্তিত্ব বলে মনে করা হচ্ছে প্রিয়াঙ্কাকে। তিনি ভোটারদের উদ্দেশে বলেছেন, ভোটাররা যেনো তাদের মত প্রকাশের ক্ষমতা উপলব্ধি করতে পারে। রাজ্যে পরিবর্তন আনার লক্ষ্যে যেনো তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

রাহুল গান্ধীর নির্বাচনী এলাকা আমেথির বলভদ্রপুরে শুক্রবার একটি নির্বাচনী সমাবেশে প্রিয়াঙ্কা বলেছেন, ‘নির্বাচনের সময় নেতারা জনগণের মন জয় করার জন্য সব ধরনের কৌশল নিয়ে হাজির হন। আমিও আপনাদের মাঝে এসেছি, কিন্তু যে তাদের প্রকৃত নেতাকে বেছে নিতে পারবে... আপনারা...যখন ভোট দিতে যাবেন তখন আপনারাই নির্ধারণ করবেন কাকে বেছে নেবেন। ’

তিনি বলেন, ‘নিজেদের বাসভূমেই জনগণ নিজের অধিকার পাচ্ছে না সময় এখন এরকম...রাজনীতি এখন খারাপ হয়ে গেছে। সবাই হয়ে গেছে সুযোগ সন্ধানী আর সবাই আসে শুধু আপনাদের ভোটটা নেওয়ার জন্য। ’

প্রিয়াঙ্কা জোর দিয়ে বলেন, মানুষ তাদের নেতাদের কাছে তাদের চাওয়া পাওয়া নিয়ে আসে একথা ভুল। গত ২২ বছর ধরে উত্তরপ্রদেশে ধর্ম আর বর্ণের ভিত্তিতে রাজনীতি হয়ে এসেছে।   একারণে এই রাজ্যে উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হয়েছে।

কৌতুক করে ভাই রাহুলকে ‘একরোখা’ বলে উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে প্রচারণা শুরু করার পর আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কেন আপনি এতো হাড়ভাঙা খাটুনি খাটছেন, অথচ জানেন না শেষ পর্যন্ত কী হবে? তিনি আমাকে বললেন, নির্বাচনের ফলাফল লক্ষ্য নয়, পিছিয়ে পড়া এই রাজ্যের পরিবর্তনই আমার লক্ষ্য। ’

‘সময় এসেছে পরিবর্তন আনার। এটা আমার পরিবারের মর্যাদার ব্যাপার নয় বা এখানে কংগ্রেস প্রার্থীও কোনো বিষয় নয়, জনগণের পরিবার ও তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য এটা করতে হবে। ’

তিনি বলেন, ‘যদি কংগ্রেস আরো শক্তিশালী হয় এবং উত্তরপ্রদেশে সরকার গঠন করে তাহলে এখানে উন্নয়ন হবে। ’

প্রিয়াঙ্কা গান্ধী আরো বলেন, ‘এখন সময় এসেছে রাজনৈতিক দলগুলোকে তাদের প্রার্থীদের এভাবে পরিচয় করিয়ে দেওয়া এবং স্পষ্ট করে বলা যে, তারা খুন বা জমি অধিগ্রহণের মতো অপরাধ না করার জন্য প্রতিশ্রুত। ’

এই অঞ্চলে দলের হয়ে পাঁচদিন ব্যাপী নির্বাচনী প্রচারণা চালাবেন প্রিয়াঙ্কা গান্ধী।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।