ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের কনফারেন্স কল হ্যাকড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৭, ফেব্রুয়ারি ৩, ২০১২
এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের কনফারেন্স কল হ্যাকড

লন্ডন: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ব্রিটেনের গোয়েন্দা পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের মধ্যকার একটি কনফারেন্সকল হ্যাক করেছে একটি অজ্ঞাতনামা গ্রুপ।

ওই হ্যাকার গ্রুপটি এই দুই সংস্থার মধ্যকার একটি কনফারেন্স কল চুরি করে প্রকাশ করে দিয়েছে।

এই আলোচনায় সংস্থা দু’টি অজ্ঞাতপরিচয় কিছু অপরাধীকে সনাক্ত, পূর্ব পরিকল্পিতভাবে তাদের ধরার সময় তারিখ এবং তাদের বিস্তারিত তথ্য-প্রমাণ নিয়ে কথা বলেছে।

হ্যাকাররা এফবিআইয়ের একটি ইমেইলও প্রকাশ করেছে। এতে রয়েছে, কনফারেন্স কলে অংশ নেওয়ার প্রক্রিয়া এবং এতে অংশগ্রহণকারীদের ইমেইল ঠিকানাও রয়েছে।

তবে এফবিআই এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ব্রিটিশ পুলিশেল স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এ ব্যাপারে তারা একটি বিবৃতি তৈরি করছে।

এই ইমেইলের তথ্য অনুযায়ী, কনফারেন্স কলটি ছিল ১৭ মিনিট দীর্ঘ। এর আয়োজন করা হয় গত ১৭ জানুয়ারি।

তবে কে এই ফোনকলটি সংগ্রহ করল সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি।

এই ফোনকলে পুলিশ এবং এফবিআইয়ের চরেরা কিছু ব্যক্তির নাম সনাক্ত করার এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনা করেছে।

হ্যাকারদের ইমেইলটিতে ব্যবহারকারীর নাম রয়েছে। তবে তদন্তাধীন অনেক সন্দেহভাজনের নাম ‘ব্লিপ’ করার কারণে স্পষ্ট বুঝা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।