ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশ বিধানসভায় চলছে প্রথম দফার ভোটগ্রহণ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, ফেব্রুয়ারি ৮, ২০১২
উত্তরপ্রদেশ বিধানসভায় চলছে প্রথম দফার ভোটগ্রহণ

কলকাতা: কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বুধবার শুরু হল উত্তরপ্রদেশ বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। এদিন রাজ্যের ৪০৩টি আসনের মধ্যে ১০টি জেলার ৫৫টি আসনে ভোটগ্রহণ করা হচ্ছে।



এই ভোটে প্রায় ১ কোটি ৪৪ লাখ ভোটার ৮৬২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ পুলিশের পাশাপাশি ৭৮০ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজ্যের নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, দু-একটি ছোট-খাটো ঘটনা ছাড়া নির্বিঘ্নেই ভোটগ্রহণ চলছে।
এদিন যে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী কুমারী মায়াবতীর বহুজন সমাজ পার্টির (বিএসপি) সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রী মুলায়াম সিং যাদবের সমাজবাদী পার্টির(সপা)মধ্যে লড়াই হবে বলে রাজনৈতিক মহলের ধারণা। এছাড়াও এবারের লড়াইয়ে রয়েছে কংগ্রেসসহ বামপন্থীদলগুলো আর বিজেপি।

এই ৫৫টি আসনের মধ্যে গতবারের ১১টি আসন কমে গিয়ে ১৫টি নতুন কেন্দ্র সংযোজিত হয়েছে। ২০০৭ সালে এই ৫৫ কেন্দ্রের মধ্যে ১৯টি বিএসপি ও ১২টি সমাজবাদী দলের দখলে ছিল। বিজেপি ও বিএসপি এবার সব আসনেই লড়াই করছে।

উল্লেখ্য, ২০০৭ সালে ৪০৩ আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ বিধানসভায় বিএসপি ২০৬টি, এসপি ৯৭টি, বিজেপি ৫১ এবং কংগ্রেস ২২টি  বিধানসভার আসন দখল করেছিল।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি০৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।