ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় ব্যাপক সহিংসতা: হোমসে নিহত দু‘শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, ফেব্রুয়ারি ৪, ২০১২
সিরিয়ায় ব্যাপক সহিংসতা: হোমসে নিহত দু‘শতাধিক

দামেস্ক: সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভের সবচে রক্তাক্ত দিন গেছে গত শুক্রবার। আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র হোমস শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত নিরাপত্তা বাহিনীর হামলায় কমপক্ষে ২শ’ বেসামরিক সিরীয় নিহত হয়েছে।



শনিবার এই দাবি করেছে সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনকারী এবং মানবাধিকার কর্মীরা।

সেনাবাহিনী হোমসের আবাসিক এলাকা লক্ষ্য করে রাতভর মর্টারের গোলাবর্ষণ করে বলে দাবি করেছে তারা।

ইন্টারনেটে প্রচারিত কয়েকটি ভিডিও চিত্রে বেশ কিছু মৃতদেহ দেখানো হয়েছে। মৃতদেহগুলো সরকারি বাহিনীর হামলায় নিহতদের লাশ বলে দাবি করা হচ্ছে। তবে কোনো নিরপেক্ষ সূত্রে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অবজার্ভেটরি ফর হিউমান রাইটস এবং অপর একটি সংগঠন সিরিয়ান লোকাল  কো-অর্ডিনেশন কমিটি বলেছে, বেসামরিক জনগণের ওপর মর্টারের গোলাবর্ষণের ঘটনায় শুক্রবার মৃতের সংখ্যা ২শ’ ছাড়িয়ে গেছে।

তবে সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিদেশি রাষ্ট্রের মদদপূষ্ট বিরোধীরা সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণায় নেমেছে এবং এর মাধ্যমে জাতিসংঘকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করছে কর্তৃপক্ষ।
 
এদিকে সিরিয়ায় সহিংসতা অব্যাহত থাকায় অবস্থা থেকে উত্তরণের উপায় হিসেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের পক্ষে শনিবার ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। নতুন প্রস্তাব অনুযায়ী বাশার আল আসাদকে ইয়েমেনি কায়দায় ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

অবশ্য এই প্রস্তাবে ভেটো দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া।

এদিকে পৃথিবীর বিভিন্ন দেশে সিরীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে বাশার বিরোধী সিরীয় প্রবাসীরা। জার্মানিতে সিরিয়ার দূতাবাসের সামনে বিক্ষোভকারীরা বার্লিন পুলিশের বাধা উপেক্ষা করে দূতাবাস ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেছে বলে জানা গেছে।

লন্ডনে সিরীয় দূতাবাসেও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

এদিকে বাশার সরকারের মুখপাত্র বার্তাসংস্থা সানা দাবি করেছে, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে সব লাশের ছবি দেখানো হচ্ছে তা মূলত সশস্ত্র গ্রুপগুলোর হাতে অপহৃত হওয়ার পর খুন হওয়া সাধারণ নাগরিকের মৃতদেহ।

তবে সিরিয়ায় বিদেশি সাংবাদিক প্রবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় নিরপেক্ষ কোনো সূত্রে সিরিয়ার সহিংসতার খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয় না।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।