ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আসাদের পদত্যাগ প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, ফেব্রুয়ারি ৫, ২০১২
আসাদের পদত্যাগ প্রস্তাবে রাশিয়া ও চীনের ভেটো

নিউইয়র্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগের আহ্বান জানিয়ে আনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

গত শনিবার নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই প্রস্তাবে ভেটো দেয় পরিষদের দুই স্থায়ী সদস্য।



এদিকে সিরিয়ার ব্যাপারে রাশিয়া ও চীনের এই অবস্থানের প্রতিক্রিয়ায় চরম বিরক্তি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। তারা বলছে, সিরিয়ায় ১১ মাস ধরে চলা সহিংসতা বন্ধের জন্য একটা আন্তর্জাতিক উদ্যোগকে বাধা গ্রস্ত করল দুইটি স্থায়ী সদস্য।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস বলেছেন, ‘পরিষদের দুই সদস্য আমাদের একটিমাত্র সিদ্ধান্ত বাস্তবায়নে বারবার বাধা দেওয়ায় যুক্তরাষ্ট্র খুবই বিরক্ত। ’

তিনি বলেন, ‘এই ইস্যুতে দুই সদস্যের কাছে পরিষদ কয়েক মাস ধরে অনেকটা জিম্মি হয়ে রয়েছে। এ কারণে আসাদের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যাচ্ছে। ’

প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়া অব্যাহতভাবে সিরিয়ায় অস্ত্র বিক্রি চালিয়ে যাচ্ছে। ’

রাশিয়ার এই অবস্থানকে এবং ভেটো প্রদানকে ‘ক্ষমার অযোগ্য’ এবং ‘আরো বেশি রক্তপাতের দায় তাদের হাতেই পড়বে’ বলে জানিয়ে দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

উল্লেখ্য, এর আগে নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে রাশিয়ার ভেটো দেওয়ার প্রতিক্রিয়ায় এতোটা আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখায়নি যুক্তরাষ্ট্র।

এর আগে গত শুক্রবার হোমস শহরে সরকার বিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই শতাধিক বেসামরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদে ভোট হওয়ার কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন,  নিরাপত্তা বাহিনীর এই বর্ণনাতীত ‘হথ্যাযজ্ঞ’ অবিলম্বে আসাদের পদত্যাগ দাবিকেই জোরারো করে।

বাংলাদেশ সময: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।