ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোপজুড়ে ঠাণ্ডায় মৃতের সংখ্যা বেড়ে ২৬০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, ফেব্রুয়ারি ৫, ২০১২
ইউরোপজুড়ে ঠাণ্ডায় মৃতের সংখ্যা বেড়ে ২৬০

রোম: ইউরোপজুড়ে গত কয়েক দিনে অস্বাভাবিক ঠাণ্ডায় এ পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে তুষারপাত এবং কুয়াশার কারণে বিমান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।

রোববার বহু ফ্লাইট স্থগিত করা হয়েছে। হাজার হাজার বিমানযাত্রী পড়েছে দুর্ভোগে।

ইউরোপের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহে সবচে খারাপ অবস্থা যাচ্ছে ইউক্রেনের। দেশটিতে এ পর্যন্ত ঠাণ্ডায় প্রাণহানি ঘটেছে ১২২ জনের। ঠাণ্ডা আবহাওয়ায় নাকাল অবস্থা ছিন্নমূল মানুষের। বাস্তুহারা অনেক মানুষকে ঠাণ্ডায় জমে রাস্তায় মরে পড়ে থাকতে দেখা গেছে। এখানে তাপমাত্র -৩৮.১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে।

বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন বিলম্ব হচ্ছে, বরফ জমে মহাসড়কগুলো একেবারে বন্ধ হয়ে গেছে।

এদিকে রোববার ইউরোপের সবচে ব্যস্ত বিমান বন্দর লন্ডনের হিথ্রোর ৩০ শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। সারারাত বরফ পড়া এবং তুষারপাতের সম্ভাবনার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এতে করে আন্তর্জাতিক যাত্রীদের জন্য ৪০০টি ফ্লাইটে বিঘ্ন ঘটবে।

নেদারল্যান্ডসের আমস্টার্ডাম-শিফল বিমান বন্দরে ডজনখানেক ফ্লাইট বিলম্ব হয়েছে এবং গত শনিবার একই সংখ্যক ফ্লাইট বাতিল করার খবর পাওয়া গেছে।

এদিকে অতিরিক্ত ঠাণ্ডা আবহাওয়ার কারণে ইতালির জলপথে সমস্যা হচ্ছে। মাঝে মাঝে বরফ জমে যাওয়ার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।

রাজধানী রোমে এবার গত ২৭ বছরের মধ্যে সবচে বেশি তুষারপাত হয়েছে। যে শহরটি সুর্যকরোজ্জ্বল উষ্ণ নগরী হিসেবে প্রসিদ্ধ এবার সেখানের রাস্তাগুলো বরফ পড়ে বন্ধ হয়ে গেছে। ভেনিসেরে অনেক উপহৃদেও বরফ জমেছে।

ইতালিতে ঠাণ্ডায় প্রাণহানির খবরও পাওয়া গেছে। আভেলিনোতে গ্রিনহাউজের ছাদে জমা বরফ ভেঙে পড়লে ৪৬ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। কাসতিগলিওন দেল লাগোতে এক জার্মান বাস্তুহারার মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ইতালিতে ঠাণ্ডায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

পোল্যান্ডে তাপমাত্রা -২৭ সেলসিয়াস ডিগ্রিতে নেমে গেছে। ঠাণ্ডাজনিত কারণে মারা গেছে ৪৫ জন। রোমানিয়াতে সর্বশেষ ২৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে সংবাদ মাধ্যম।

অপর দিকে বসনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া এবং গ্রিসেও ঠাণ্ডায় প্রাণহানির খবর পাওয়া গেছে।

বরফ শীতল আবহাওয়া আঘাত হেনেছে উত্তর আফ্রিকার কয়েকটি দেশেও। গত শনিবার রাতে আলজেরিয়ার তাপমাত্রা শূন্য ডিগ্রিতে নেমে যাওয়ার খবর পাওয়া গেছে।

আলজেরিয়ার পূর্বাঞ্চলে নদীতে ভাসতে থাকা একটি ১৭ বছর বয়সী কিশোরের মৃতদেহ পাওয়া গেছে। তীব্র শীতেই সে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তুষারপাত ও কুয়াশার কারণে অনেকগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।