ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিদেল কাস্ত্রোর স্মৃতিকথা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, ফেব্রুয়ারি ৫, ২০১২

হাভানা: কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের নায়ক ফিদেল কাস্ত্রোর স্মৃতিকথার আনুষ্ঠানিক প্রকাশনা হয়ে গেলো গত শনিবার। হাভানার কনভেনশন সেন্টারে আমন্ত্রিত অতিথিদের সামনে মোট দুই ভলিউমে লেখা স্মৃতিকথামূলক গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং ফিদেল কাস্ত্রো।

জনসমক্ষে এই বিরল উপস্থিতির দিনে ছয় ঘণ্টা অতথিতিদের সঙ্গে কাটিয়েছেন কিউবার এই অবিসংবাদিত নেতা।

অনুষ্ঠানটি কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়। টেলিভিশনে কাস্ত্রোকে তার সেই আটপৌরে ট্রাকস্যুট পরিহিত এবং হাস্যোজ্জল দেখাচ্ছিল। তবে তার কোনো কথা টিভিতে প্রচার করা হয়নি।

কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমা জানিয়েছে, প্রায় এক হাজার পৃষ্ঠার ‘গেরিলা অব টাইম’ নামের স্মৃতিকথাটি কাস্ত্রোর শৈশব থেকে কিউবা বিপ্লবের শেষ দিন পর্যন্ত ঘটনাগুলো বিধৃত হয়েছে। গ্রন্থটি লেখা হয়েছে সাংবাদিক কাদিউসকা ব্লাঙ্কোর নেয়া অসংখ্য সাক্ষাতকারের ভিত্তিতে।

কাস্ত্রোর উদ্ধৃতি দিয়ে গ্রানমা বলেছে, ‘আমরা স্মৃতিগুলো দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে, তাই এই সুযোগটাই কাজে লাগাতে হলো। ’

দীর্ঘ রক্ষক্ষয়ী সংগ্রামের পর ১৯৫৮ সালের ডিসেম্বরে তৎকালীন যুক্তরাষ্ট্র সমর্থিত স্বৈরাচার ফুলহেনসিও বাতিস্তা সরকারের পতনের মধ্য দিয়ে কাস্ত্রোর সশস্ত্র বিপ্লব সফল হয়। এর পর তিনি কিউবার শাসনভার নিজের হাতে তুলে নেন। ২০০৬ সালে স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ায় তিনি পদত্যাগ করেন এবং এর দুই বছর পর স্থায়ীভাবে অবসরে যান। ক্ষমতা হস্তান্তর করেন ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে।

অবসরে যাওয়ার পর থেকে সাধারণত জনসমক্ষে আসেন না কাস্ত্রো। গত বছরের এপ্রিলে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে একজন সহচরের গায়ে ভর দিয়ে হাজির হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।