ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগে মিশরে ৪৩ জনকে অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১১, ফেব্রুয়ারি ৬, ২০১২
আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগে মিশরে ৪৩ জনকে অভিযুক্ত

কায়রো: রাজপথে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ ১৯ জন বিদেশিসহ ৪৩ ব্যক্তির বিচার করবে মিশর।

আর্থিক সহযোগিতা দেওয়ার মাধ্যমে রাজপথে আন্দোলন উস্কে দেওয়ার অভিযোগ এনে আমেরিকার নাগরিকসহ বেশ কয়েকটি এনজিওকে অভিযুক্ত করেছে মিশরের ক্ষমতাসীন সামরিক জান্তা।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মন্ত্রীর ছেলেও রয়েছে বলে জানা গেছে। খবর-বিবিসির।

এরই মধ্যে বিভিন্ন এনজিওর অফিসে তল্লাশি চালানো হয়েছে এবং অনেক বিদেশি কর্মকর্তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র মিশরকে সতর্ক করে দিয়ে বলেছে, এনজিওগুলোর অধিকার রক্ষা করা না হলে মার্কিন সাহায্য পাঠানোর বিষয়টি পর্যালোচনা করা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র ভিক্টোরিয়া নুলান্দ সংবাদমাধ্যমকে বলেন, ‘এ খবর জানার পর আমরা খুবই উদ্বিগ্ন!’

তিনি বলেন, ‘এ জন্য মিশরের কাছে পরিস্কার বার্তা জানতে চাওয়া হয়েছে। ’

এদিকে, মিশরে এনজিওগুলোর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

হিউম্যান রাইটস ওয়াচ জানায়, বিদেশি আর্থিক সহযোগিতা জীবন বাঁচানোর জন্য দেওয়া হয়। মিশর এ ধরনের উদ্যোগের মাধ্যমে মূলত জিম্বাবুয়ে ও ইথিওপিয়ায় যেভাবে বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, সে রকমই কিছু করতে চাইছে।

মিশর এমন সময় এ ঘোষণা দিলো যখন মাত্র ৪ দিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজপথের দাঙ্গায় ৭৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।