ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ফিনল্যান্ডের নতুন প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো

জামান সরকার মনির, ফিনল্যান্ড থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, ফেব্রুয়ারি ৬, ২০১২
ফিনল্যান্ডের নতুন প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো

ফিনল্যান্ড: ফিনল্যান্ডের ১২তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ন্যাশনাল কোয়ালিশন পার্টির সাউলি নিনিস্তো (৬৩)।

দ্বিতীয় পর্যায়ে প্রেসিডেন্ট নির্বাচনে ৬২ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নিনিস্তো জয়লাভ করেন।

তার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির পেক্কা হাভিস্তো পান শতকরা ৩৭ দশমিক ৪ ভাগ ভোট। ফিনল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে সোস্যাল ডেমোক্রেটিক পার্টি একটানা ৩০ বছর জয়লাভ করে আসছে। কিন্তু সাউলি নিনিস্তোর এ বিজয়ে তার অবসান ঘটল।

তিনি ১৫টি ইলেকট্রোরাল ডিষ্ট্রিকের মধ্যে ১৪টিতে সংখ্যাগরিষ্টতা পান। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ রাজধানী হেলসিংকিতে উভয়ের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল প্রায় সমান। মোট ভোটের ৮০ ভাগ গণনার পর নিশ্চিত পরাজয়ের অবস্থান জেনে পেক্কা হাভিস্তো বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে বলেন, তার বিজয়ে তিনি সন্তষ্ট।

সারাদেশে মাইনাস ২৮ ডিগ্রী কনকনে তীব্র শীত ও তূষার ঝড় উপেক্ষা করে ৬৮.৯% ভোটার প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করে। এসময় ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে আবওয়ার তাপমাত্রা ছিল মাইনাস চল্লিশ ডিগ্রির ও নিচে।

মূলত বৈরী আবহাওয়ার কারনেই ১৯৫০ সালের পর অর্থাৎ ৬২ বছরের ইতিহাসে ভোট কেন্দ্রে উপস্থিতির হার সর্বনিম্নে পৌঁছে।

ফিনল্যান্ড প্রজাতন্ত্রের বিদায়ী প্রেসিডেন্ট মিসেস তারিয়া হালোনেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে সোমবার মিষ্টার ও মিসেস নিনিস্তোকে তার হেলসিংকির সরকারি বাসভবনে আসার নিমন্ত্রন জানান। আগামী ১লা মার্চ নতুন প্রেসিডেন্ট তর দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, গত ২২শে জানুয়ারির প্রথম পর্যায়ের নির্বাচনে কোনো প্রার্থীই এককভাবে সংখ্যাগরিষ্টতা না পাওয়ায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় পর্যায়ের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল ৮ এবং ভোট পড়ে শতকরা ৭২ দশমিক ৮ ভাগ।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘন্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।