সৌদি আরবের তেল-গ্যাস কোম্পানি সৌদি আরামকোর সঙ্গে এ বছরই চূড়ান্ত চুক্তিতে যাচ্ছে ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরইএলআই)।
সৌদি আরামকো অর্থের হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটি।
২৪ জুন বৃহস্পতিবার রিলায়েন্সের ৪৪তম বার্ষিক সাধারণ সভায় বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকেই ১৫ বিলিয়ন ডলারে এই আরামকোর কাছে নিজেদের ২০% শেয়ার বিক্রি করতে চাচ্ছে রিলায়েন্স পেট্রো। কিন্তু তা সফল হয়নি। তবে এবার সেই দিকেই আরেক পা অগ্রসর হলো রিলায়েন্স।
আরামকোর সঙ্গে চুক্তি সম্পাদিত হলে রিলায়েন্স গ্রুপের ঋণের বোঝা কিছুটা কমবে বলে দাবি বিশ্লেষকদের। এর আগেও নিজেদের ৯.৯% শেয়ার ফেসবুককে বিক্রি করে দিয়েছিল রিলায়েন্স।
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
নিউজ ডেস্ক