ঢাকা : প্রেসিডেন্ট বলে যে ঘুম আসবে না, তা তো হবার নয়। ঘুমতো আর প্রেসিডেন্ট বা আমজনতা বোঝে না।
এক চোখ টেনে তোলার চেষ্টা করলেও ঘুমে বন্ধ হয়ে গেছে অন্য চোখ। ওবামার ঘুমের এই দৃশ্য দেখে মনে পড়ে গেলো কমেডি সিরিয়াল মি. বিনের কথা। সামনের সারিতে বসেও কিভাবে ঘুমাতে ঘুমাতে পরে গেলেন চেয়ারের নিচে। ওবামা অবশ্য মি. বিনের মত চেয়ার থেকে পড়ে যাননি। তবুও তার ঘুমের দৃশ্য বন্দি হয়ে গেছে ক্যামেরায়। মার্কিন কংগ্রেসে বাজেট অধিবেশন চলাকালে ওবামার চোখে ঘুম চেপে বসে।
দেশ পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তার। তাই সদাই ব্যস্ত থাকেন দেশ আর দশের মঙ্গলে নানা কাজে। আর তাই হয়তো ঠিক মত ঘুমাতেও পারেন না। এত বড় দায়িত্ব নিয়ে কি আর নিশ্চিন্তে ঘুমানো যায়? তবুও বেপরোয়া ঘুম মানতে চায়নি এসব কিছুই।
বাংলাদেশ সময় : ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২