ঢাকা, শনিবার, ২১ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বারাক ওবামার ঘুম

কাজল কেয়া, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, ফেব্রুয়ারি ৬, ২০১২
বারাক ওবামার ঘুম

ঢাকা : প্রেসিডেন্ট বলে যে ঘুম আসবে না, তা তো হবার নয়। ঘুমতো আর প্রেসিডেন্ট বা আমজনতা বোঝে না।

তাই একবার কাউকে ঘুম পেয়ে বসলে তার আর রক্ষে নেই। সে যে অবস্থাতেই থাকুন না কেন চোখ দুটো টেনে তোলাই দায়। কোনো কিছুতেই যেন আর মনোনিবেশ করা যায় না। হোক সে দেশের জন্য গুরুত্বপূর্ণ কোনো সভা-সমাবেশ। এমনটাই হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বেলাতেও।

এক চোখ টেনে তোলার চেষ্টা করলেও ঘুমে বন্ধ হয়ে গেছে অন্য চোখ। ওবামার ঘুমের এই দৃশ্য দেখে মনে পড়ে গেলো কমেডি সিরিয়াল মি. বিনের কথা। সামনের সারিতে বসেও কিভাবে ঘুমাতে ঘুমাতে পরে গেলেন চেয়ারের নিচে। ওবামা অবশ্য মি. বিনের মত চেয়ার থেকে পড়ে যাননি। তবুও তার ঘুমের দৃশ্য বন্দি হয়ে গেছে ক্যামেরায়। মার্কিন কংগ্রেসে বাজেট অধিবেশন চলাকালে ওবামার চোখে ঘুম চেপে বসে।

দেশ পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে তার। তাই সদাই ব্যস্ত থাকেন দেশ আর দশের মঙ্গলে নানা কাজে। আর তাই হয়তো ঠিক মত ঘুমাতেও পারেন না। এত বড় দায়িত্ব নিয়ে কি আর নিশ্চিন্তে ঘুমানো যায়? তবুও বেপরোয়া ঘুম মানতে চায়নি এসব কিছুই।

বাংলাদেশ সময় : ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।