মিন্দানাও: ফিলিপাইনে সোমবার সকালে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং অনেকেই নিখোঁজ রয়েছে।
স্থানীয় সময় সকাল ১১টা ৪৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয়ভাবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
নিগরোস শহরের বেসামরিক নিরাপত্তা বাহিনী প্রধান বেনিতো রামোস জানায়, কংক্রিটের একটি দেয়াল চাপা পড়ে একটি শিশু মারা গিয়েছে তায়সান শহরে।
নিগোরস শহরের মেয়র আর্নেস্তো রেইস বলেন, অবস্থা বেশ খারাপ। কারণ কতক্ষণ মানুষ মাটির নিচে চাপা পড়ে থাকবে। আমরা শুধু এখন আশা করতে পারি। এছাড়া আর কিছু করার নেই। উদ্ধার কার্যক্রম চলছে। সেনাবাহিনী এবং পুলিশবাহিনী সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।
লা লিবারটাডের পুলিশ প্রধান এরিক অ্যারোল বেসারিও জানায়, ‘আমরা শাবল এবং গাইতি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি উদ্ধার কার্য পরিচালনার জন্য। কয়েক জনের চিৎকার শোনা যাচ্ছে ধ্বংসস্তুপের নিচ থেকে। শহরের মূল তিনটি ব্রিজ ধ্বংস হয়ে গেছে। খাবার এবং ঔষধ প্রাদেশিক রাজধানী দুমাগেটে অপেক্ষা করছে। কিন্তু ব্রিজ না থাকার কারণে আসতে পারছে না।
ফিলিপাইনের আগ্নেয়গিরি এবং ভূকম্পবিদ্যা বিভাগের প্রধান রেনাতো সলিদাম জানান, সোমবার সকালের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। কিছু ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে এতে।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতত্ব বিষয়ক সংস্থা জানায়, ফিলিপাইনের নিগরোস দ্বীপ থেকে ৪৪ মাইল দুরে ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
ভূমিকম্পের আঘাতে মধ্য সেবু শহর কেপে উঠে। কেবু ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম শহর। ভ’মিকম্পটি মোট ত্রিশ সেকেন্ড স্থায়ী ছিল।
বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২