বেইজিং: সিরিয়া ইস্যুতে জাতিসংঘের দেওয়া প্রস্তাবের বিরোধিতা করে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদ সদস্য চীন। চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম থেকে এবিয়য়ে জানানো হয়েছে।
চীনের শীর্ষস্থানীয় গণমাধ্যম জানায়, পশ্চিমা দেশগুলো সিরিয়ার ওপর চাপ বাড়াচ্ছে। যেরকম তারা এর আগেও প্রতারণার মাধ্যমে আফগানিস্তান, ইরাক এবং লিবিয়াতে করেছিল।
এর আগে চীন এবং রাশিয়ার ভেটোকে যুক্তরাষ্ট্র ‘প্রহসণ’ বলে আখ্যা দেয়।
এদিকে সিরিয়ার হোসমে সরকারি বাহিনীর সঙ্গে দেশটির বিক্ষোভরত জনতার সংঘর্ষ অব্যাহত রয়েছে।
একজন আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী জানান, সিরিয়ার বিভিন্ন শহরে মর্টার শেল নিক্ষেপ করা হচ্ছে। রোবরারেও বিভিন্ন শহরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
যুক্তরাজ্যভিত্তিক একটি মানবাধিকার সংস্থা জানায়, রোববারের সংঘর্ষে অন্তত ২৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই হোমসের বাসিন্দা। ’ তবে মানবাধিকার সংস্থাটির দাবি অনুয়ায়ী গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত সাত হাজার মানুষ নিহত হয়েছে সিরিয়াতে।
চায়না ডেইলির সম্পাদকীয়তে বলা হয়, ‘এই প্রস্তাবটিতে সিরিয়ার ওপর চাপই বাড়ানো হচ্ছে। আসাদ যাতে ক্ষমতা থেকে সরে দাড়ায় সেই ব্যাপারটিই চাওয়া হয়েছে প্রস্তাবটিতে বারংবার। আর এই প্রস্তাবের ফলে স্বশস্ত্র বাহিনীগুলো আরও উস্কানি পাবে এবং তারা স্বশস্ত্র হামলা চালিয়ে বসতে পারে। ’
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২