ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অর্থনৈতিক উন্নয়নের পথে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, ফেব্রুয়ারি ৬, ২০১২
অর্থনৈতিক উন্নয়নের পথে ইন্দোনেশিয়া

বালি: বিগত ১৫ বছরের মধ্যে এই প্রথম ইন্দোনেশিয়া অর্থনৈতিক উন্নতির দিকে যাচ্ছে। বিনিয়োগ বাড়া এবং অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির কারণেই মূলত ইন্দোনেশিয়া এই উন্নতির দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা জানায়।

বিশ্লেষকদের এক পরিসংখ্যানে দেখা যায়, এশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই দেশটি ১৯৯৬ সালের পর ২০১১ সালে অর্থনৈতিক উন্নতি ঘটেছে ৬ দশমিক ৫ শতাংশ।

এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে দেশটি তার ঐতিহ্যগত চেহারা ফিরে পেয়েছে। ২০১১ সালে ইন্দোনেশিয়ায় দেশি এবং বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০ শতাংশ। আর্থিক হিসেবে এর পরিমান দুই হাজার আটশ কোটি ডলার।

দেশটির প্রবৃদ্ধি দিন দিন এগিয়ে যাচ্ছে বলেও জানায় বিশ্লেষকরা।

আইএফআর’র সদস্য জর্জ ওরথিংটন বলেন, এই অঞ্চলের মধ্যে ইন্দোনেশিয়ার রপ্তানি খুব কম। কিন্তু স্থানীয় বাজার বেশ বড়। ফলে বিশ্বমন্দা দেশটিকে তেমন একটা কাবু করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।