ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লাহোরে কারখানা ধসে তিন জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, ফেব্রুয়ারি ৬, ২০১২
লাহোরে কারখানা ধসে তিন জনের মৃত্যু

লাহোর: পাকিস্তানের লাহোরে সোমবার এক কারখানা ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই ওই কারখানাটি ধসে পড়েছে বলে দেশটির জরুরী বিভাগের কর্মকর্তারা জানান।



ধসে পড়া ভবনটির নিচে অন্তত ত্রিশজন মানুষ চাপা পড়ে আছে বলেও জানানো হয়।

জরুরী বিভাগের কর্মকর্তা একটি আন্তর্জাতিক বার্তাসংস্থাকে ফোনে জানান, কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকাজ চালানোর জন্য ভারি কোনো যন্ত্রপাতি আমরা আনতে পারছি না। কারণ কারখানাটি যে স্থানে অবস্থিত সেই স্থানটি খুবই সংকীর্ণ।

তিনি আরও বলেন, উদ্ধারকারী দল ইতোমধ্যেই ১০ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকৃতদের মধ্যে দুইজন নারীও রয়েছে।

কেরামত আলী নামের এক উদ্ধারকারী কর্মকর্তা জানান, ওই কারখানাটিতে মোট ১৭ জন নারী এবং ৪৫ জন পুরুষ কাজ করতো। মেডিক্যালের বিভিন্ন সামগ্রী তৈরি করা হতো এই কারখানায়।

সরু গলি হওয়ার কারণে উদ্ধারকারী দল এবং স্থানীয়রা হাত দিয়েই উদ্ধার কাজ করছে।

তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ভবনটিতে স্বাভাবিকভাবে দেড়শ জন মানুষ কাজ করতো।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।