ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান হামলা করা ঝুঁকিপূর্ণ: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, ফেব্রুয়ারি ৬, ২০১২
ইরান হামলা করা ঝুঁকিপূর্ণ: ওবামা

ওয়াশিংটন: ইরানে হামলা করা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেনা হস্তক্ষেপের বাইরে কূটনৈতিক পর্যায়ে সমস্যার সমাধান চাইছেন ওবামা।

রোববার এক টেলিভিশন সাক্ষাতকারে তিনি একথা বলেন।

ওবামা আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে আর কোনো যুদ্ধ দেখতে চান না তিনি। তেহরানের যুক্তরাষ্ট্র আক্রমনের কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য আছে বলে আমি মনে করি না। ইরানের পরমাণু সংক্রান্ত সমস্যা শেষ করতে চাই কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে।

সাক্ষাতকারে ওবামা আরও বলেন, ‘পারস্য উপসাগরীয় অঞ্চলে কোনো প্রকার সামরিক হস্তক্ষেপ আমাদের জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। এর কারণে তেলের দামের ওপর বড় প্রভাব পড়তে পারে। আমরা এখনও আফগানিস্তান থেকে সেনাবাহিনী তুলে নেইনি। আফগানিস্তান ইরানের সীমান্তে অবস্থিত। আমরা কূটনৈতিকভাবেই এর সমাধান করতে চাই। ’

ওবামার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের মিত্র তুরস্কের বক্তব্য খেলো হয়ে গিয়েছে বলে অনেকেই মনে করছেন। কারণ সম্প্রতি তুরস্ক প্রয়োজনে ইরান আক্রমন করবে বলে ঘোষণা দিয়েছিল।

ইসরায়েলের ইরান আক্রমন প্রসঙ্গে ওবামা বলেন, ইসরায়েল ইরানে আক্রমন করার পরিকল্পনা নেয় নি। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখা অগ্রাধিকার ভিত্তিতে আমার প্রথম কাজ। এরপরেই আসে ইসরায়েলের নিরাপত্তা বিষয়। আমরা এক সঙ্গে সমস্যার মোকাবেলা করবো এবং কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাবো বলে আশা করছি। ’

ইসরায়েল ইরানে হামলা করতে যাচ্ছে এমন খবরের শক্ত জবাব দিতে ছাড়েনি ইরানও। ইরান তার মাটিতে হামলাকারী কোনো দেশকেই ছাড় দেবে না এবং প্রয়োজনে হামলা চালানো হবে বলেও জানায়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারির ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।