লন্ডন: তুষারপাত এবং মন্দ আবহাওয়ার কারণে লন্ডনের ব্যস্ততম হিথ্রো বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। পরে ফ্লাইট পরিচালনা শুরু হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনো মুহূর্তে ফ্লাইট বাতিল হতে পারে।
সাময়িকভাবে বিঘ্নিত হলেও হিথ্রো বিমানবন্দরের পরিচালনা কর্তৃপক্ষ বিএএ সোমবার ফ্লাইট চালু রেখেছে।
কর্তৃপক্ষ যাত্রীদের সর্তক করে দিয়ে জানায়, মন্দ আবহাওয়া অব্যাহত থাকলে ফ্লাইট আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল ত হতে পারে।
ব্রিটেনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, হিমাঙ্কের নিচে তাপমাত্রা ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে।
সোমবার সকালে পৃথিবীর অন্যতম ব্যস্ত হিথ্রো বিমানবন্দরের নির্ধারিত ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। ঘন কুয়াশা এবং তুষারপাতের কারণে এই পূর্বনির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করা হয়।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজেদের সিদ্ধান্তেই তাদের ফ্লাইট বাতিল ঘোষণা করে।
শনিবার রাতে চার ইঞ্চি তুষারপাতের কারণে রোববার নির্ধারিত সংখ্যার থেকে প্রায় ৫০০ ফ্লাইট চলেনি।
তুষারপাতের কারণে লন্ডন শহরের পাতাল রেলব্যবস্থা এবং প্রধান প্রধান সড়কগুলোতে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি।
হিথ্রোতে রোববার মাত্র ৭৫৩টি ফ্লাইট গন্তব্যের উদ্দেশে রওনা হয়। যদিও বিমানবন্দরটি দিনে গড়ে ১৩০০টি ফ্লাইট পরিচালনা করে থাকে।
রোববার ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রোতে তাদের অনেকগুলো ফ্লাইট গ্লাসগো এবং কার্ডিফ বিমানবন্দরে অবতরণ করায়। এছাড়া ট্রান্স আটলান্টিক এয়ারলাইন্সের প্রায় ৪০০ যাত্রী শ্যানন বিমান বন্দরে আটকা পড়ে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২