ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ রুশ প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার, কেউ বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, জুলাই ৬, ২০২১
নিখোঁজ রুশ প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধার, কেউ বেঁচে নেই

২৮ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া রাশিয়ার প্লেনের ধ্বাসাবমেষ খুঁজে পাওয়া গেছে। আরোহীদের কেউ বেঁচে নেই।

খবর এপির।  

রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা জানিয়েছে, কামচাটকায় মঙ্গলবার নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষ ওখোতস্ক সাগর উপকূলের একটি বিমানবন্দরের রানওয়ে থেকে প্রায় তিন মাইল দূরে পাওয়া গেছে।

পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে পালানা শহরে যাচ্ছিল উড়োজাহাজটি। এতে ৬ ক্রু ও ২২ যাত্রী ছিলেন। অবতরণের আগে কন্ট্রোল রুমের সঙ্গে এটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।  

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডোভ ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বিমানটির মূল অংশ উপকূলে পাওয়া গেছে। আর উপকূলের ঠিক কাছে সমুদ্রে অন্যান্য ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

রাশিয়ার প্রচার মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা ২৮ জনের মধ্যে কেউই এই দুর্ঘটনার থেকে বেঁচে নেই।  

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, প্লেনটি ১৯৮২ সাল থেকে চলছে। এর কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
নিউজ ডেস্ক 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।