টোকিও: জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিসি ইউরোপে তাদের একমাত্র প্ল্যান্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম ইউরোপোর এই কারখানাটিতে তারা উৎপাদন বন্ধ করে দেবে বলে জানিয়েছে।
নেদারল্যান্ডে প্রতিষ্ঠাকালীন সময়ে মিতসুবিসি প্রায় ৫০ হাজার গাড়ি উৎপাদন করেছিল। ইউরোপে মিতসুবিসির বিক্রয় ব্যাপক হারে কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে।
১ হাজার ৫০০শ কর্মী নিয়োজিত রয়েছে প্রতিষ্ঠানটিতে। তাদের ব্যাপারে কোন সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি। মিতসুবিসির দুটি জনপ্রিয় মডেল হলো কোল্ট এবং আউটল্যান্ডার।
ইউরোপে মিতসুবিসির যে সকল গাড়ি আমদানি করা হয় তা জাপান এবং থাইল্যান্ড থেকে। এই জন্য মিতসুবিসি জাপান এবং থাইল্যান্ডে নতুন প্ল্যান্ট তৈরি করছে।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২