ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইউরোপের একমাত্র প্লান্ট বন্ধ করবে মিতসুবিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৬, ফেব্রুয়ারি ৬, ২০১২
ইউরোপের একমাত্র প্লান্ট বন্ধ করবে মিতসুবিসি

টোকিও: জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মিতসুবিসি ইউরোপে তাদের একমাত্র প্ল্যান্টটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিম ইউরোপোর এই কারখানাটিতে তারা উৎপাদন বন্ধ করে দেবে বলে জানিয়েছে।



নেদারল্যান্ডে প্রতিষ্ঠাকালীন সময়ে মিতসুবিসি প্রায় ৫০ হাজার গাড়ি উৎপাদন করেছিল। ইউরোপে মিতসুবিসির বিক্রয় ব্যাপক হারে কমে যাওয়ায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে।

১ হাজার ৫০০শ কর্মী নিয়োজিত রয়েছে প্রতিষ্ঠানটিতে। তাদের ব্যাপারে কোন সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি। মিতসুবিসির দুটি জনপ্রিয় মডেল হলো কোল্ট এবং আউটল্যান্ডার।

ইউরোপে মিতসুবিসির যে সকল গাড়ি আমদানি করা হয় তা জাপান এবং থাইল্যান্ড থেকে। এই জন্য মিতসুবিসি জাপান এবং থাইল্যান্ডে নতুন প্ল্যান্ট তৈরি করছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।