বেইজিং: চীনের সিচুয়ান প্রদেশে আবারও তিন তিব্বতী সন্যাসী নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। প্রতিবাদের অংশ হিসেবেই তারা তাদের গায়ে এই আগুন লাগিয়েছে বলে জানা যায়।
অগ্নিদগ্ধ এই তিন জনকে নিয়ে বিগত বছর থেকে শুরু হওয়া গায়ে আগুন দিয়ে প্রতিবাদ করার ঘটনায় এ পর্যন্ত ১৯ জন গায়ে আগুন লাগিয়ে দেয়।
তবে চীন গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেওয়াকে জণপ্রিয়তা পাবার সস্তা উপায় হিসেবে আখ্যা দিয়েছে।
তিব্বতী কবি তেরসিং ওসেয়ার বলেন, ‘সিচুয়ানের সেদা গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে। সেদা এক সময়কার বুদ্ধদের শিক্ষাদান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। সাংবাদিকরা আগুন লাগার বিষয়টি নিশ্চিত হতে পারছে না। কারণ চীনা সরকার কর্তৃক কয়েক সপ্তাহ ধরেই ওই গ্রামে ইন্টারনেট এবং ফোন সংযোগ বন্ধ রাখা হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘অগিাœদগ্ধ তিন জনের মধ্যে একজন মারা গিয়েছেন। বাকি দুইজনের অবস্থাও আশংকাজনক। অগ্নিদগ্ধরা সবাই ত্রিশ থেকে ষাট বছর বয়সের মধ্যে। ’
তবে স্থানীয় প্রশাসন আগুনে আত্মাহুতির বিষয়টি অস্বীকার করে জানায়, ‘এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও আমাদের ইন্টারনেট সংযোগ নেই। ’
গানসু প্রদেশের সীমান্তবর্তী এলাকা সেদায় প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে অন্তত কয়েক ডজন মানুষ আহত হয়।
বাংলাদেশ সময়; ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২