ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় ডাকাতের হাতে প্রাণ গেল ৩৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
নাইজেরিয়ায় ডাকাতের হাতে প্রাণ গেল ৩৫ জনের

নাইজেরিয়ার জামফারা রাজ্যে অস্ত্রধারী শস্য ডাকাতরা হামলা চালিয়ে অন্তত ৩৫ জনকে খুন করেছে।  

শনিবার (১০ জুলাই) স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে এই হামলায় ৪৩ জন গ্রামবাসী নিহত হয়েছেন।

রাজ্য পুলিশের মুখপাত্র মোহাম্মদ শেহু এএফপিকে বলেছেন, ‘পাঁচটি গ্রামে ডাকাতরা এই হত্যাকাণ্ড চালায়। নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যান। খারাপ রাস্তার কারণে এই অঞ্চলে পৌঁছানো কঠিন। শুক্রবার নিহতদের দাফন করা হয়েছে। আর আহতদের গুসাউর (জামফারার রাজধানী) হাসপাতালে নেওয়া হয়েছে। ’

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।