ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হওয়ার মোহে আমি আচ্ছন্ন নই : রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, ফেব্রুয়ারি ৬, ২০১২
প্রধানমন্ত্রী হওয়ার মোহে আমি আচ্ছন্ন নই : রাহুল গান্ধী

নয়াদিল্লি: ভারতের ক্ষমতাসীন কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার মোহে আচ্ছন্ন নয় বলে জানালেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।



প্রধানমন্ত্রী হওয়ার মোহে আচ্ছন্ন নয় বললেও প্রধানমন্ত্রী হলে উত্তর প্রদেশকে অন্ধকার থেকে বের করা হবে। গত ২২বছর ধরে উত্তর প্রদেশের মানুষদের বোকা বানিয়ে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী দুর্নীতির কারণে এল কে আদভানির সমালেচনা করেন। দুর্নীতি সম্পর্কে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন বলা হয়েছিল লোকপাল বিলকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক তখন বিরোধীরা হেসেছিল। কিন্তু তাই হয়েছে। অনেকটা কাঠ-খড় পুড়িয়ে এই যা। ’
   
রাহুল সম্পর্কে প্রিয়াঙ্কা গান্ধীর করা মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য মোহাচ্ছন্ন নই। কিন্তু উত্তর প্রদেশ নিয়ে আমি মোহাচ্ছন্ন। ভারতের সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয়দের প্রধানমন্ত্রীর আসন নিয়ে মোহ রয়েছে। কিন্তু আমার এনিয়ে কোনো মোহ নেই। আমার মোহ অন্যখানে। ’

তিনি আরও বলেন, ‘রাজ্যে আমরা যেভাবে কাজ করি সেই প্রক্রিয়া আমি পরিবর্তন করতে চাই। মানুষের কথা না শোনা এক প্রকার অপরাধ বলেই আমি মনে করি। আমি ইউপি’র মানুষদের ভাগ্য পরিবর্তন করতে চাই। ’

কালো পতাকা, জুতা এমনকি গুলিকেও ভয় করেন না বলেও এসময় জানান রাহুল গান্ধী।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।