পাটনা: ভারতের বিহারের গয়া জেলায় হিন্দুদের একটি দুর্গা মন্দির নির্মাণে সহায়তা করছে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তারা শুধু যে অর্থ সহায়তা দিচ্ছে তাই নয়, নির্মাণ কাজে তত্ত্ববধানও করছে।
সুরেশ প্রসাদ নামের স্থানীয় একজন জানান, মুসলিমরা শুধু অর্থ সহায়তাই করছেন না। তারা আমাদের মতোই মন্দির নির্মাণ কাজের সঙ্গেও আছেন।
গয়া শহর থেকে ১০০ কিলোমিটার দূরে রেলওয়ে কলোনিতে তৈরি হয়েছে এই দুর্গা মন্দির। গত সপ্তাহ থেকেই মন্দিরটি উপাসনার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
আরেকজন বাসিন্দা অশোক কুমার জানান, মুসলিমরা এই মন্দির নির্মাণে সক্রিয় অংশগ্রহণ করেছে। তারা সবাই রেলওয়ের কর্মচারী। মন্দিরটি হিন্দু-মুসলিম সম্প্রীতির উল্লেখযোগ্য নিদর্শন।
মুসলিমদের পক্ষ থেকে তাওহিদ আলম নামের একজন বলেন, ‘বহু বছর ধরেই আমরা একত্রে এখানে বাস করছি। একে অপরের সুখ-দুঃখে আছি। ২০১০ সালে এই মন্দিরটি নির্মাণ করার জন্য ফাউন্ডেশন তৈরি করা হয়েছিল। এরপর থেকেই স্থানীয় হিন্দু-মুসলমানরা একত্রিত হয়ে কাজ করে যাচ্ছে। ’
মোহাম্মদ রফিক নামের আরেকজন বলেন, ‘আমরা হিন্দুদের এই মন্দিরের জন্য অর্থ সংগ্রহ করেছি। এমনকি আমরা নির্মাণ কাজ তদারকও করেছি। ’
স্থানীয়রা আরও জানান, মুসলিম ধর্মাবলম্বীরা মন্দিরটির জন্য পাঁচ লাখ রুপি সংগ্রহ করেছে।
উল্লেখ্য, বিহারের মোট জনসংখ্যার ১৬ শতাংশ মুসলিম ধর্মাবলম্বী।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১২