ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।
সম্প্রতি এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আশাবাদের কথা বলেন।
কিছুদিন আগে এক নতুন জনমত জরিপে ২০১১ সালের মে মাসে পর্যন্ত দেখা যায়, আমেরিকানদের কাছে তার গ্রহণযোগ্যতার হার ৫০ শতাংশ অতিক্রম করছে। মূলত এমন সংবাদের ভিত্তিতেই ওবামা এ কথা বলেছেন।
ওবামা তার সাক্ষাৎকারে বলেন, ‘আমি আবার দ্বিতীয় মেয়াদে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ আমরা গত ২৩ মাসে কমপক্ষে ৩৭ লাখ বেকারের কাজের সুযোগ তৈরি করেছি। ২০০৫ সালের পর এটিই সর্বোচ্চ কর্ম সৃজন প্রক্রিয়া।
তিনি বলেন, ‘যদিও আমার সরকারের কাজ এখনো শেষ হয়নি। তবু বিভিন্ন অভিযোগ ও বিরোধিতার পরও আমরা লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি। ’
সম্প্রতি এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের চালানো এক জরিপেও দেখা গেছে, চলমান পরিস্থিতিতে নির্বাচন হলে, ওবামা তার বর্তমান রিপাবলিকান ফ্রন্টের সম্ভাব্য সামনের সারির নেতা প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে হারিয়ে দেবেন।
প্রতি ১ হাজার আমেরিকানের মধ্যে ৫১ শতাংশই ওবামার পক্ষে ভোট দিয়েছেন। আর তার ভাবি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মিট রমনিকে পছন্দ করেছেন ৪৫ শতাংশ।
যদিও মিস্টার রমনি গত সপ্তাহে নেভাডাতে জয়ের পর এখনও ৪ শীর্ষ রিপাবলিকান প্রতিযোগী নিজেদের ম্যান্ডেট ছিনিয়ে আনতে কলোরাডো, মিনিসোটাতে নির্বাচনে লড়াই করছেন।
এই রাজ্যগুলোর নির্বাচনে জয়ীই মূলত আগামী নভেম্বরের সাধারণ নির্বাচনে ওবামাকে চ্যালেঞ্জ জানাবেন।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২