মালে: বিক্ষোভের মুখে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ নাশিদ পদত্যাগ করেছেন।
প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম জাকি এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘মঙ্গলবার সকালের দিকে পুলিশ সদস্যদের কিছু ছোটো ছোটো দল নির্দেশ অমান্য করে রাস্তায় নেমে আসে। রাস্তায় তারা প্রতিবাদকারীদের সঙ্গে বিক্ষোভে অংশগ্রহণ করে। আমরা তাদের গ্রেফতার করার চেষ্টা করছি। ’
এছাড়া দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকেও প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে কিছুক্ষণ আগে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মালদ্বীপ সরকার রাষ্ট্রের সব সরকারি প্রতিষ্ঠানকে নিয়ে দেশে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে একযোগে কাজ করবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় জনগণকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হলো এবং পরিস্থিতি সামাল দিতে সাহায্য করার আহবান জানানো হচ্ছে।
বর্তমানে সেনা ও পুলিশে বাহনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে। প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরের বাইরে প্রায় পাঁচ শাতধিক বিক্ষোভকারীর সঙ্গে সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী কাঁদুনে গ্যাসসহ রাবার বুলেট ব্যবহার করছে। প্রতিবাদকারীরা প্রতিরক্ষা সদরদপ্তরের প্রধান গেট ভেঙে ভেতরে ঢুকতে চাইছে।
এর আগে বিদ্রোহের মাধ্যমে মালদ্বীপের রাষ্ট্রায়ত্ব সম্প্রচার কেন্দ্রের দখল নেয় দেশটির পুলিশ বাহিনী।
মঙ্গলবার পুলিশ বাহিনী ওই সম্প্রচার কেন্দ্র দখল করে প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের বিরুদ্ধে জনতাকে রাস্তায় নেমে আসার আহবান জানায়। প্রত্যক্ষদর্শীরা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নশিদ তখন জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে (এমএনডিএফ) অবস্থান করছিলেন।
এমএনডিএফের কিছু সংখ্যক সেনা এই বিক্ষোভে অংশগ্রহণ করছে। এমএনডিএফ সদরদপ্তরের বাইরে কয়েকশ জনতা বিক্ষোভ করছে।
মঙ্গলবার সকালে বিরোধীদলের করা বিক্ষোভ নস্যাৎ করতে অস্বীকৃতি জানায় পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১২